হুয়াই আন শহরে বেল্ট এন্ড রোড ইয়ুথ স্পোর্টস এক্সচেঞ্জ অনুষ্ঠিত
সাব্বির আহম্মেদঃ চীনের হুয়াই'আন শহরে গত শনিবার উদ্বোধন হয়েছে
2023 Belt and Road Youth Sports Exchange Week। তিনদিন ব্যাপী
চলা এ জমজমাট এই আসর হুয়াই'আন স্পোর্টস সেন্টারে আয়োজন করা
হয়েছে৷
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুয়াই'আন শহরের মেয়র, জিয়াংসু প্রদেশের আন্তর্জাতিক
বিভাগের কর্মকর্তাবৃন্দ, জিয়াংসু প্রদেশের নানান বিশ্ববিদ্যালয়ের
প্রতিনিধিসহ অনেকেই৷
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।