
বাংলাদেশি গ্রাজুয়েটদের পাঠানো ছবিতে চীনে সমাবর্তন-২০২৩ উদযাপন মুহুর্ত

BCYSA NEWS: চীনে অবস্থানরত একঝাঁক শিক্ষার্থী সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছে। চলুন দেখে আসি চীনে বাংলাদেশি গ্রাজুয়েটদের পাঠানো ছবিতে বিশ্ববিদ্যালয়গুলোর সমাবর্তন অনুষ্ঠান কেমন ছিল।
উল্লেখ্য, চীনের সব বিশ্ববিদ্যালয় সমাবর্তন গাউনের একই কালার-কোড অনুসরণ করে। শুধু স্কার্ফ এর রঙ এবং ডিজাইন বিভিন্ন অনুষদ ভেদে ভিন্ন হয়ে থাকে। গাউন কালার-কোড সমূহঃ কালো রঙ-স্নাতক, নীল রঙ - স্নাতকোত্তর এবং লাল রঙ- পিএইচডি।
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।