
ইয়াংঝোও বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট

শিক্ষার্থীদের জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এটি শিক্ষার্থীদের শারীরিক এবং মানুষিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম হয় এবং নিজেদের মাঝে সহযোগিতা ও দলবদ্ধতার বিকাশ ঘটাতে পারে। আমাদের দেশে সারা বছর জুড়ে নানান ধরনের খেলার আয়োজন করা হয়ে থাকে। এদের মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে জনপ্রিয় ও বহূল প্রচলিত খেলা হলো ক্রিকেট। বাংলাদেশ ছাড়াও ভারত উপমহাদেশের অন্যান্য দেশ যেমন ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল সহ আরো অনেক দেশে ক্রিকেট বেশ জনপ্রিয় একটি খেলা।
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।