চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর ৬৮ বছর বয়সে মৃত্যু
চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং মারা গেছেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর । সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে।
গত বছর অবসরে যান কেকিয়াং। তার আগ পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টিতে সক্রিয় ছিলেন তিনি।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভিতে প্রচারিত খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। পরে মধ্যরাতে মারা যান সাবেক এই প্রধানমন্ত্রী। কেকিয়াং মারা গেছেন সাংহাই শহরে।।
Arif/Maruf
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।