
বেহাং বিশ্ববিদ্যালয়ের ৬১তম শিক্ষক-ছাত্র ক্রীড়া দিবস অনুষ্ঠিত

গত ১৩ থেকে ১৪ই অক্টোবর দুই দিনব্যাপী বেইহাং বিশ্ববিদ্যালয়ের বেইজিং এবং হাংজু ক্যাম্পাসে ৬১তম শিক্ষক-ছাত্র ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল । এবারের ক্রিড়া দিবসেরস্লোগান ছিল "জাতীয় উচ্চাকাঙ্ক্ষা পূরণ করুন, একজন বেইহাং ক্রীড়া ব্যক্তিত্ব অনুসারে।" এবারের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৮৮০০ জনেরও বেশি লোক সরাসরি অংশ গ্রহণ করে।
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।