বেইজিং এ বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্ট এসোসিয়েশনের ঈদ পুর্নমিলনী
গত (১৩/০৪/২০২৪) তারিখে বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্ট এসোসিয়েশন (BCYSA) এর বেইজিং এ অবস্থানরত নির্বাহী পরিষদের সদস্য, এসোসিয়েট টিম মেম্বার ও ক্যাম্পাস এম্বাসেডরদের নিয়ে বেইজিং এর চাংপিং ডিস্ট্রিক্ট এ এক ঈদ-পুর্নমিলনী আয়োজন করা হয়। উক্ত পুর্নমিলনীতে BCYSA এর জেনারেল সেক্রেটারি জান্নাতুল আরিফ, জয়েন্ট সেক্রেটারি মঈন উদ্দিন হেলালী তৌহিদ, অরগানাইজ সেক্রেটারি ডা: মো: মনিরুজ্জামান শিহাব, ফাইনান্স সেক্রেটারি তারিকুল ইসলাম, পাব্লিসিটি সেক্রেটারী নয়ন কুমার চৌধুরী অর্জুন, এডুকেশন সেক্রেটারি হাবিবুর রহমান, এসোসিয়েট টিম মেম্বার সাঈদ পারভেজ ও ফুয়াদ, পেট্রোলিয়াম ইউনিভার্সিটির ক্যাম্পাস এম্বাসেডর নুহু, ছিংহুয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস এম্বাসেডর সোহান, বেইজিং জিয়াওতং ইউনিভার্সিটির ক্যাম্পাস এম্বাসেডর সবুজ ও বেইজিং ইনস্টিটিউট অব টেকনোলজি ইউনিভার্সিটির ক্যাম্পাস এম্বাসেডর আবু বকর উপস্থিত ছিলেন।
মূল অনুষ্ঠানটি জিনলিঝুয়াং গ্রামের পার্কে গাছপালার শ্যামল ছায়ায় অনুষ্ঠিত হয়। বেলা ১:০০ এর মধ্যে বেইজিং এর নানা প্রান্ত থেকে সদস্য গণ অনুষ্ঠান স্থানে পৌঁছাতে শুরু করে। প্রায় ১.৩০ টার দিকে মূল অনুষ্ঠান শুরু হয়। সদস্যদের রান্না করে আনা নানা পদের খাবার সেখানে পরিবেশন করা হয়। যা খুবই সুস্বাদু ছিল। খাবার পর্ব শেষে সবাইকে নিয়ে আলোকচিত্র সংগ্রহ করা হয়। পরবর্তীতে নানাবিধ বিষয়ে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের বিষয়ে সকলের মতামত সংগ্রহ করা হয়। যেখানে উপস্থিত সকলেই ইতিবাচক মনোভাব প্রকাশ করে ভবিষ্যতে এধরনের অনুষ্ঠান নিয়মিত আয়োজনের পক্ষে মতামত প্রদান করেন। তাঁরা আরো বলেন এধরনের অনুষ্ঠান সদস্যদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি সংগঠনের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের কাজে সকলের সহযোগিতা ও সক্রিয়তা প্রত্যাশা করে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সেক্রেটারি জেনারেল জান্নাতুল আরিফ।
Arif/Shihab
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।