
বিসিওয়াইএসএ ২৩-২৪ কার্যনির্বাহী সেশনের ৫ম সাধারণ সভা অনুষ্ঠিত

গতকাল ২৭ শে এপ্রিল বিসিওয়াইএসএ ২৩-২৪ কার্যনির্বাহী সেশনের ৫ম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।শনিবার রাতে অনলাইন প্লাটফর্মে BCYSA এর সভাপতি এ বি সিদ্দিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জান্নাতুল আরিফ এর পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।প্রথমেই বিগত সভার কার্যবিবরণীর রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক জান্নাতুল আরিফ । সাধারণ সভায় ভাইস প্রেসিডেন্টমন্ডলী, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ, বিভিন্ন সম্পাদকবৃন্দ ও কার্যনিবাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
চীনে বসবাসরত বাংলাদেশীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য BCYSA কমিউনিটি এওয়ার্ড প্রদান,ক্যাম্পাস এম্বাসেডর ও এসোসিয়েট টিম মেম্বার নিয়োগ,ওয়েবিনার ইভেন্ট নিয়ে গঠনমূলক আলোচনা ও মূল্যবান মতামত পেশ করেন উপস্থিত সদস্যবৃন্দ। সাধারণ সভায় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী স্কলার ও বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাথে BCYSA এর বিভিন্ন বিষয়ে কোলাবোরেশান করার সিদ্ধান্ত গৃহীত হয়। এর মাধ্যমে চীনে অবস্থানরত বাংলাদেশী শিক্ষার্থীর শিক্ষা ও কর্মজীবন আরো সমৃদ্ধ হবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন। BCYSA কমিউনিটি এওয়ার্ড এর জন্য একটা ওয়ার্কিং কমিটি গঠনের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভার সভাপতি।
Arif
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।