বিসিওয়াইএসএ ২৩-২৪ কার্যনির্বাহী কমিটির ৬ষ্ঠ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৩ই জুলাই বিসিওয়াইএসএ ২৩-২৪ কার্যনির্বাহী কমিটির ৬ষ্ঠ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।শনিবার রাতে অনলাইন প্লাটফর্মে বিসিওয়াইএসএ এর সভাপতি এ বি সিদ্দিক এর সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক ডা: কে এম সুস্মি এর সঞ্চালনায় ৬ষ্ঠ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিসিওয়াইএসএ এর প্রেসিডেন্ট সাধারণ সম্পাদক,ভাইস প্রেসিডেন্টমন্ডলী, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ, বিভিন্ন সম্পাদকবৃন্দ ও কার্যনিবাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় বিসিওয়াইএসএ এর সাধারণ সম্পাদক জান্নাতুল আরিফ বলেন,এক বছরের কার্যনির্বাহী কমিটি মেয়াদের শেষপ্রান্তে । বিসিওয়াইএসএ এর সম্মুখ অগ্রগতি এবং সফলতা বিসিওয়াইএসএ এর এক-ঝাঁক ক্যাম্পাস এম্বাসিডর,অ্যাসোসিয়েট টিম মেম্বারদেরকে উৎসর্গ করেন। সেই সাথে আগামীর পথ চলা যেন উজ্জ্বল এবং তাৎপর্যপূর্ণ হয় সেই আশা ব্যক্ত করে ভবিষ্যৎ লিডারশিপে অংশগ্রহণ করার জন্য বিসিওয়াইএসএ এর সর্বস্তরের সদস্যদেরকে আহ্বান করেন।
চীনে বসবাসরত বাংলাদেশীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিসিওয়াইএসএ কমিউনিটি এওয়ার্ড প্রদান,ক্যাম্পাস এম্বাসেডর ও এসোসিয়েট টিম মেম্বার নিয়োগের ক্ষেত্রে সম্যক যাচাইকরণ এবং তাদেরকে প্রশিক্ষণের আওতাভুক্ত করে ভবিষ্যৎ লিডারশিপের জন্য যোগ্য করে তোলা।চীনে নতুন আগত বাংলাদেশী শিক্ষার্থীদের দিক নির্দেশনা প্রদান,ষান্মাসিক ম্যাগাজিন মহাপ্রাচীর এর ১১ তম সংখ্যা প্রকাশনা সংক্রান্ত এবং ওয়েবিনার ইভেন্ট নিয়ে গঠনমূলক আলোচনা ও মূল্যবান মতামত পেশ করেন উপস্থিত সদস্যবৃন্দ।
উক্ত সভার সভাপতি এ বি সিদ্দিক,বিসিওয়াইএসএ কমিউনিটি এওয়ার্ড এবং আগামীর বিসিওয়াইএসএ লিডারশিপে এক-ঝাঁক তরুণের অক্লান্ত প্রচেষ্টা বিসিওয়াইএসএ কে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং বিসিওয়াইএসএ এর মাধ্যমে চীনে অবস্থানরত বাংলাদেশী শিক্ষার্থীর শিক্ষা ও কর্মজীবন আরো সমৃদ্ধ হবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Arif
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।