
চীনের রাজধানী বেইজিংয়ে "বাংলাদেশ কমিউনিটি বেইজিং" এর উদ্যোগে সাংস্কৃতিক মিলনমেলা এবং প্রীতিভোজ আয়োজন

গত ১৪ই ডিসেম্বর রোজ শনিবার বিকাল ৪টায় চীনের রাজধানী বেইজিংয়ের ইউরোপিয়ান কমিউনিটি এরিয়াতে অবস্থিত ভিক্টোর প্যালেস রেস্টুরেন্টে বাংলাদেশ কমিউনিটি বেইজিংয়ের উদ্যোগে এক প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল। যেখানে বেইজিংয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শতাধিক বাংলাদেশী শিক্ষার্থী ও পেশাজীবী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রথমে "আমার চোখে বেইজিং" নামক ফটোগ্রাফি প্রতিযোগিতার শীর্ষ দশজন প্রতিযোগীকে পুরস্কার হিসেবে রেড প্যাকেট প্রদান করা হয়। এর পর একটি মনোমুগ্ধকর সংগীত পর্ব অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশ থেকে অনেক দূরে থাকা সত্ত্বেও, সবাই গানের মাধ্যমে মাতৃভূমির স্মৃতি ভাগাভাগি করে এবং নিজেদের সংস্কৃতির স্পর্শে আনন্দিত অনুভব করে।
গান পরিবেশন শেষে শামসুল হক-জৌজিলং দম্পতির ৩৬তম বিবাহ বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। তারপর আগত অতিথিদের জন্য খাবার পরিবেশন করা হয়। সবশেষে র্যাফেল ড্র পর্ব অনুষ্ঠিত হয় এবং সকলে একত্রে গ্রুপ ছবি তোলার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইঞ্জিনিয়ার শামসুল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিসিওয়াইএসের প্রেসিডেন্ট জান্নাতুল আরিফ। এ ছাড়া অনুষ্ঠান জুড়ে বিসিওয়াইএসের জেনারেল সেক্রেটারি ড. মনিরুজ্জামান শিহাব, জয়েন্ট সেক্রেটারি এন্ড্রু দাস শুভ্র বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিসিওয়াইএসের সাবেক জয়েন্ট সেক্রেটারি, মঈন উদ্দিন হেলালি তৌহীদ।
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।