
স্বাস্থ্য খাতে বাংলাদেশ ও চীন বন্ধুত্বের নতুন অধ্যায়ের সূচনা

চিকিৎসা সেবায় বাংলাদেশ চীন সহযোগিতার চুক্তির বড় অগ্রগতি হিসেবে 10 শে মার্চ বাংলাদেশ হতে প্রথম দলটি চীনে প্রবেশ করেছেন| চীনের তিনটি শীর্ষ হাসপাতালে উন্নত চিকিৎসা নিতে প্রস্তুত 11 জন রোগী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে চীনে পৌঁছেছেন| 10 শে মার্চ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দুপুর 12 টায় বিমানবন্দরের সিআইপি আউটডোর পথে সাংবাদিকদের ব্রিফ করেছেন| এ সময় উপস্থিত ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, রোগী প্রতিনিধি, চিকিৎসক ও ট্রাভেল এজেন্সি প্রতিনিধিগণ| চীনা দূতাবাস জানিয়েছেন এই উদ্যোগ দুই দেশের চিকিৎসা খাতের সম্পর্ককে আরো গতিশীল করবে|
গত 18 ফেব্রুয়ারি রাষ্ট্রদূত
ইয়াও ওয়েন ঘোষণা দেন, ইউনান প্রদেশের তিনটি আন্তর্জাতিক মানের হাসপাতালে বাংলাদেশি
রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ভিসা প্রক্রিয়া সহজীকরণ, চিকিৎসক প্রটোকল নির্ধারণ
এবং অনুবাদক টিম গঠনের মাধ্যমে এই সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে| আন্তর্জাতিক
বিষয়ক উপদেষ্টা ড. তৌহিদ হোসেন সম্প্রতি চীন সফরে চিকিৎসা খাতে সহযোগিতা বাড়ানোর
পাশাপাশি বাংলাদেশে হাসপাতাল নির্মাণে চীনের সহায়তা কামনা করেন| এই প্রস্তাবের আলোকে
এগিয়ে চলছে দ্বিপক্ষীয় আলোচনা| বিশেষজ্ঞদের মতে জটিল রোগে আক্রান্ত বাংলাদেশি রোগীদের
জন্য এ উদ্যোগ যুগান্তকারী| চীনের অত্যাধুনিক
চিকিৎসা প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকদের সহায়তায় জীবন রক্ষার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
হবে|
রোগীদের পরিবারের পাশাপাশি
এই উদ্যোগকে বাংলাদেশ চীন বন্ধুত্বের নতুন নিদর্শন হিসেবে দেখছেন কূটনৈতিক মহল | চিকিৎসা
সহযোগিতার এই মডেল ভবিষ্যতে অন্যান্য ক্ষেত্রে সম্প্রসারিত হতে পারে বলে আশাবাদ সংশ্লিষ্টদের|
এই যাত্রা শুধু রোগীদের জন্য নয় দুই দেশের সম্পর্কের জন্য মাইলফলক| চীনের হাসপাতালে
বাংলাদেশি রোগীদের সফল চিকিৎসা নিশ্চিত হলে ভবিষ্যতে আরো বড় পরিসরে এই ধরনের কর্মসূচি
হাতে নেওয়া হবে বলে জানা গেছে|
পরিশেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন ,দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু | চীনা সরকার বাংলাদেশি রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নির্দিষ্ট হাসপাতাল এবং প্রয়োজনীয় ব্যবস্থা খুব দ্রুততার সহিত নিয়েছেন|
বিসি ওয়াই এস এর পক্ষ হতে বাংলাদেশের রোগীদের সুস্বাস্থ্য কামনা করছি এবং চীনের এই
পদক্ষেপকে অভিবাদন জানাচ্ছি|
Arif/Raoha/Suaibia
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।