মে দিবসে চীনে শুরু হলো গোল্ডেন উইক ছুটি
মে দিবস বা আন্তর্জাতিক
শ্রমিক দিবস উপলক্ষে চীনজুড়ে শুরু হয়েছে পাঁচ দিনের দীর্ঘ ছুটি। প্রতি বছরের মতো এবারও
দেশটিতে ১ মে থেকে ৫ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, যা স্থানীয়ভাবে
"গোল্ডেন উইক" নামে পরিচিত। এই সময়ে লাখো চীনা নাগরিক ভ্রমণ, পরিবারের সঙ্গে
সময় কাটানো এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে থাকেন।
মে দিবসের ইতিহাস:
বিশ্ব প্রেক্ষাপট
মে দিবসের জন্ম ১৮৮৬
সালের আমেরিকায়। শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে বিক্ষোভ করেছিলেন।
পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান বেশ কয়েকজন শ্রমিক। এরপর ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত
ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কংগ্রেসে ১ মে-কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা
করা হয়। এরপর থেকে বিশ্বব্যাপী দিনটি শ্রমিক অধিকার ও শোষণের বিরুদ্ধে সচেতনতা দিবস
হিসেবে পালিত হয়ে আসছে।
চীনে মে দিবসের ইতিহাস
চীনে মে দিবসের উদযাপন
শুরু হয় ১৯২০ সালে। সে বছর শাংহাই ও বেইজিংয়ের শ্রমিকরা প্রথমবারের মতো এই দিনটি পালন
করেন। কমিউনিস্ট পার্টি অব চায়না ক্ষমতায় আসার পর ১৯৪৯ সালে ১ মে-কে সরকারি ছুটির দিন
হিসেবে ঘোষণা করা হয়। ১৯৯৯ সাল থেকে চীন "গোল্ডেন উইক" পলিসি চালু করে, যার
মাধ্যমে মে দিবসের ছুটি বাড়িয়ে ৫ দিন করা হয়।
কীভাবে উদযাপন করে
চীন?
মে দিবসে চীনের শ্রমিকরা
তাদের অধিকার ও অর্জনকে স্মরণ করে থাকে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আলোচনা সভা,
পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বড় শহরগুলোতে র্যালি, মিউজিক্যাল
পারফরম্যান্স এবং ফায়ারওয়ার্ক শো দেখা যায়। অনেকেই এই ছুটিকে কাজে লাগিয়ে দেশের ভেতরে
বা বিদেশে ভ্রমণে বের হন। শাংহাই, বেইজিং এবং গুয়াংঝুর মতো শহরগুলোতে পর্যটকের ভিড়ে
রাস্তাঘাট মুখরিত হয়ে ওঠে।
চীনের কাজের সংস্কৃতি
ও শ্রমিক অধিকার
চীনে শ্রম আইন মোটামুটি
শক্তিশালী, তবে কাজের চাপ অনেক ক্ষেত্রেই বেশি। সাধারণত সপ্তাহে ৫ দিন কাজের নিয়ম থাকলেও
অনেক কোম্পানি "৯৯৬" কালচার (সকাল ৯টা থেকে রাত ৯টা, সপ্তাহে ৬ দিন) অনুসরণ
করে, যা বিতর্কের জন্ম দিয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সরকার শ্রমিকদের সুযোগ-সুবিধা
বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। মে দিবসে শ্রমিকদের অবদানকে স্বীকৃতি দিয়ে অনেক প্রতিষ্ঠান
বাড়তি বোনাস বা উপহারও দিয়ে থাকে।
বিদেশিদের জন্য মে
দিবস
চীনে কর্মরত বিদেশিরাও এই ছুটির সুযোগ নেন। অনেক আন্তর্জাতিক কোম্পানি চীনের ছুটির নিয়ম মেনে ৫ দিনের ছুটি দেয়, আবার কেউ কেউ নিজেদের দেশের নিয়মে ১ দিনের ছুটি পালন করে। বিদেশিরা সাধারণত এই সময়ে চীনের দর্শনীয় স্থান ঘুরে দেখেন বা নিজ দেশে পরিবারের সঙ্গে সময় কাটান।
মে দিবস চীনে শুধু
ছুটির দিন নয়, এটি শ্রমিকদের সম্মান ও তাদের সংগ্রামের ইতিহাসকে স্মরণ করারও সময়। পর্যটন,
কেনাকাটা এবং বিনোদনের পাশাপাশি এই দিনটি সামাজিক সংহতিরও প্রতীক। চীনের মতো বিশাল
অর্থনীতিতে শ্রমিকদের ভূমিকা অপরিসীম, আর মে দিবস সেই অবদানকে স্মরণ করিয়ে দেয়।
শুভ মে দিবস!
Amirul/Raoha
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।