দালিয়ানে ন্যাশনাল ডে উপলক্ষে আয়োজিত হয়ে গেল ক্রিকেট টুর্নামেন্ট
দালিয়ানে ন্যাশনাল ডে উপলক্ষে দালিয়ান ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত হয়ে গেল Dalian Super League (DSL) Season 7 । ৫ টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টে অপরাজিত থেকে বিজয়ী হয় বাংলা টাইগারস । ফাইনালে তারা সিংহাই উলভসকে ৩৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে বিজয় অর্জন করে।
প্রথমে বাংলা টাইগার্স ৬ ওভারে বিনা উইকেটে ১১২ সংগ্রহ করে পরে জবাব দিতে নেমে সিংহাই উলভস ৬ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করে। ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন তাসরিব। এবং টুর্নামেন্টে ৮৯ রান ৮ উইকেট ও ৬ টি ক্যাচ নিয়ে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন তৌহিদুল ইসলাম। তাছাড়া ৬ ম্যাচে ১৮৭ রান করে টুর্নামেন্টের সেরা ব্যাটার হন তাসরিব , টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হন এরিক (১৩ উইকেট ) এবং সেরা উইকেট কিপার নির্বাচিত হন তানভির ( ৯ ডিসমিসাল)। তারা সকলেই বাংলা টাইগার্স দলের সদস্য।
Arif/Raoha
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।