চায়না থ্রি গর্জেস বিশ্ববিদ্যালয়ের ২৪তম ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন — আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্ছ্বসিত অংশগ্রহণে উৎসবমুখর ক্যাম্পাস
চায়না থ্রি গর্জেস বিশ্ববিদ্যালয়ের ২৪তম ক্রীড়া প্রতিযোগিতা ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজ ও বিভাগের শিক্ষার্থী, শিক্ষক এবং আন্তর্জাতিক শিক্ষার্থীরা প্রাণবন্তভাবে অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের ৫৮টি দেশের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেন, যা ক্রীড়া ইভেন্টটিকে এক অনন্য আন্তর্জাতিক রূপ দেয়। অংশগ্রহণকারীদের মধ্যে বাংলাদেশের শিক্ষার্থীরা সবসময়ই বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০০ জনের কাছাকাছি বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন, যাদের ঐক্য, সক্রিয়তা ও পারস্পরিক সহযোগিতা পুরো আন্তর্জাতিক কমিউনিটিকে শক্তিশালী করে রেখেছে।
প্রতিযোগিতা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের পাঠসূচি সাময়িকভাবে সমন্বয় করা হয়, যাতে অনুষ্ঠান নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়। তবে এই সমন্বয় কোনো ছুটি নয়; বরং এটি শিক্ষার্থীদের মধ্যে দলগত মনোভাব, ক্রীড়া চেতনা এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার উদ্দেশ্যে নেওয়া উদ্যোগ।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল কলেজের ডিন, ভাইস ডিন, বিভিন্ন কলেজের অধ্যাপকগণ ও চাইনিজ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজয়ী শিক্ষার্থী ও দলগুলোর হাতে পুরস্কার প্রদান করেন এবং সকল অংশগ্রহণকারীর প্রচেষ্টাকে আন্তরিকভাবে প্রশংসা করেন।
কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক বন্ধুত্ব, সহযোগিতা এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাবকে আরও দৃঢ় করবে, যা ভবিষ্যতে তাদের একাডেমিক ও সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
Arif/Raoha
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।