চীনে স্থায়ী বসবাসের জন্য যেভাবে আবেদন করবেন
লুবনা হোসেন লিয়াঃ চীনের অর্থনীতি, ইতিহাস,
সংস্কৃতি, লোককাহিনী
এবং ঐতিহ্যবাহী খাবারের উন্নয়নের মাধ্যমে এই বিশাল জনপদ আকর্ষণ করেছে বহু বিদেশীকে।
অনেকেই চীনে শুধুমাত্র ঘুরতেই আসেন না,
কেউ কেউ এখানে দীর্ঘ সময় ধরে বসবাস করতেও
চান।
এখন প্রশ্ন হচ্ছে,
চীনে রেসিডেন্স পারমিট পেতে একজন
বিদেশির কি কি পদক্ষেপ নিতে হবে?
আবেদনের যোগ্যতাঃ
বর্তমান
চীনের জাতীয় ইমিগ্রেশন আইন অনুযায়ী নিম্নবর্ণিত বিদেশিগণ "পারমানেন্ট রেসিডেন্স" এর জন্য আবেদন করতে পারবেনঃ
১. উচ্চ প্রতিভাধর কোনো ব্যক্তি,
যিনি দেশের স্বার্থে বড়সড় কোনো ভূমিকা রেখেছেন।
২. এমন কোনো ব্যক্তি, যিনি চীনে ক্রমাগত ৪ বছর ধরে কাজ করছেন এবং প্রতিবছর সর্বনিম্ন ৬ মাস কিংবা
তার বেশি সময় ধরে চীনে অবস্হানরত ছিলেন। তাছাড়া ওই ব্যক্তির পূর্ববর্তী বছরগুলোতে বাৎসরিক আয়,
তার কর্মক্ষেত্রে থাকা স্হানীয় কর্মচারীদের বেতনের কমপক্ষে ৬ গুন
বেশি হতে হবে। এছাড়াও, তার বাৎসরিক আয়কর হতে হবে কমপক্ষে ২০ শতাংশ
(আয় অনুসারে)।
৩. যার ডক্টরেট ডিগ্রি আছে অথবা যিনি গত ৪ বছর ধরে ক্রমাগত চীনের কোনো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে
কাজ করছেন এবং প্রতিবছর অন্তত ৬ মাস চীনে অবস্থান করেছেন।
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।