স্বরচিত কবিতাঃ পরিচয়
পরিচয়
আবু সাঈদ
নারী কিংবা পুরুষ হও
পরে পরিচয়
মানব হয়ে জগতে
জন্ম যদি হয়!
সুখ-দুঃখ অনুভূতি
সবই যদি এক,
মায়া-মমতা অনাদর
তাও চেয়ে দেখ?
সৎ-অসৎ আছে যদি
বোকা ও বুদ্ধিমান,
রক্ত মাংসে গড়া মানুষ
হবে না কেন সমান?
ধর্ম হোক ভিন্ন ভিন্ন
বর্ণ ও হোক আলাদা,
শরীরটা কেটে দেখ
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
news.bcysa@outlook.com।