সায়েন্টিফিক পেপারের সংখ্যার দিক দিয়ে আমেরিকাকে টপকালো চীন
ইফতে
খাইরুল হক ইমনঃ সম্প্রতি জাপানের "ন্যাশনাল ইনস্টিটিউট অব
সায়েন্স এন্ড টেকনোলজি পলিসি" কর্তৃক একটি প্রতিবেদনে দেখা গেছে, চীন ন্যাচারাল সায়েন্সে গবেষণাপত্র প্রকাশের দিক দিয়ে আমেরিকাকে টপকে শীর্ষস্হান দখল করেছে। ২০১৬
থেকে ২০১৮ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশিসংখ্যক একাডেমিক গবেষণাপত্র
প্রকাশ করে প্রথমবারের মতো তালিকার শীর্ষে উঠে এসেছে দেশটি। তৃতীয় স্থানে রয়েছে
জার্মানি এবং তালিকার চতুর্থ স্থান দখল করেছে জাপান।
জাপানভিত্তিক সংস্থাটি বিশ্বব্যাপী বিভিন্ন সায়েন্টিফিক জার্নালে প্রকাশিত প্রায় দশ
হাজার ন্যাচারাল সায়েন্স সম্পর্কিত গবেষণাপত্র বিশ্লেষণ করে প্রতিবেদনটি প্রকাশ
করে।
প্রতিবেদনে দেখা যায় ৩০৫,৯২৭ টি সায়েন্টিফিক পেপার চীনকে তালিকার শীর্ষে রেখেছে। এদিকে, আমেরিকা ২৮১,৪৮৭ টি পেপার নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এছাড়া
জার্মানি ৬৭,০৪১ টি এবং জাপান ৬৪,৮৭৪ টি গবেষণাপত্র নিয়ে তৃতীয় ও চতুর্থ
স্থান দখল করেছে। এরপর রয়েছে যথাক্রমে ব্রিটেন, ভারত,
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
news.bcysa@outlook.com।