চীনের হুয়াইন ইনস্টিটিউট অব টেকনোলজিতে মধ্য শারদ উৎসব উদযাপিত
রবিউল আওয়ালঃ গত মঙ্গলবার চীনের জিয়াংসু প্রদেশের হুয়াআন শহরে অবস্থিত হুয়াইন ইনস্টিটিউট অব টেকনোলজিতে মধ্য শারদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চীনা ও বিদেশী শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে মধ্য শারদ উৎসবে মিলনমেলায় অংশ নেয় বাংলাদেশী শিক্ষার্থীরাও। মঙ্গলবার বিকাল তিনটা থেকে শুরু হওয়া এ উৎসব চলে সন্ধ্যা পর্যন্ত। এখানে বিদেশী শিক্ষার্থীরা নিজ নিজ দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশন চীনের এই মধ্য শারদ উৎসব উদযাপন আয়োজন করে। বাংলাদেশের শিক্ষার্থীসহ প্রায় ৩০ টি দেশের শিক্ষার্থীরা এ মিলনমেলায় অংশ নেয়।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের
ভাইস প্রেসিডেন্ট জাও লিংয়ুনের শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে পর্দা ওঠে এবারের আসরের।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের
মাঝে চীনের ভাব এবং সংস্কৃতির আদান-প্রদান ও সম্প্রীতি বাড়াতেই প্রতি বছরে এ ধরনের
অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশীদের মধ্যে কবিতা ও খেলাধুলায় অংশ নেয় রনু,আজম, আওয়াল। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে প্রায় ৭টি দেশ তাদের সাংস্কৃতিক পরিবেশনা মঞ্চস্থ করে। অনুষ্ঠান শেষে প্রবাসী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্য মুন-কেক দেওয়া হয় এবং খেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামে এই অনুষ্ঠানের।
সম্পাদনায়ঃ ইফতে খাইরুল হক ইমন
BCYSA/ সাগর হোসেন
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
news.bcysa@outlook.com।
বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের