রুদ্ধশ্বাসের দুইমাস ও চীনা প্রশাসনের করোনা মোকাবেলা
অজয় কান্তি মন্ডলঃ চীনের সবচেয়ে বড় উৎসব ‘Chinese
New Year’ বা ‘চীনা
নববর্ষ’। জানুয়ারী মাসে শুরু হয়ে প্রায় একমাসেরও বেশি সময় জুড়ে চলে এই উৎসবের তোড়জোড়। শেষ হয় ফেব্রুয়ারী মাসের ‘Lantern
Festival’ লণ্ঠন উৎসব বা ‘Spring
Festival’ বসন্ত উৎসবের মাধ্যমে। এই একমাস ধরে আকাশে চলে আতশ বাজির ফোয়ারা। এই সময়টাতে এত বাজি পোড়ানো হয়, নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মত না। বিগত
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
news.bcysa@outlook.com।