বাংলাদেশি কোভিড-১৯ ভ্যাকসিনকে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
মোঃ রবিউল আওয়ালঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার
কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রার্থী তালিকায় গ্লোব বায়োটেক লিমিটেডের আবিষ্কৃত ৩ টি ভ্যাকসিনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্লোব ফার্মাসিউটিক্যাল
গ্রুপ অব কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ ও গ্লোব বায়োটেক লিমিটেডের
প্রধান নির্বাহী ড. কাকন নাগ জানান, গত ১৫ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোব বায়োটেকের আবিষ্কার
করা ৩ টি ভ্যাকসিনকে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রার্থী তালিকাতে অন্তর্ভুক্ত করেছে। গ্লোবের
ভ্যাকসিনের নাম ব্যানকোভিড। ভ্যাকসিন ৩ টি হলো, D614G Variant mRNA vaccine, DNA plasmid vaccine এবং Adenovirus Type-5 Vector Vaccine।
বাংলাদেশের গ্লোব বায়োটেক-ই বিশ্বের
একমাত্র প্রতিষ্ঠান, যাদের সর্বোচ্চ ৩ টি ভ্যাকসিনের নাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন প্রার্থীর তালিকাতে রয়েছে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. হারুনুর
রশিদ জানান, সব ঠিকঠাক থাকলে, সরকারের সার্বিক সহযোগিতা পেলে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির
শুরুতে ভ্যাকসিন বাজারে আসবে। তবে এজন্য
তিনি সরকারের পৃষ্ঠপোষকতার জন্য আবেদন করেন।
গ্লোব বায়োটেক
লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
news.bcysa@outlook.com।