একজন বিদেশীর ক্ষেত্রে চীনে ড্রাইভিং লাইসেন্স পাবার ধাপসমূহ
মাসুম বিল্লাহঃ চায়নাতে বসবাসরত একজন বিদেশীর গাড়ি কিংবা মোটরসাইকেল চালানোর জন্য বয়সসীমা
১৮-৬০ বছর হতে হয় এবং নিম্নোক্ত যে কোন একটি ক্যাটাগরির লাইসেন্স থাকতে হয়।
দীর্ঘমেয়াদি ড্রাইভিং লাইসেন্স: দীর্ঘমেয়াদি
এই লাইসেন্স করা তুলনামূলকভাবে সময় সাপেক্ষ। যারা চায়নাতে ৩ মাসের বেশী সময় ভ্রমন কিংবা
দীর্ঘ সময় বসবাস করতে ইচ্ছুক, তাদের জন্যই কেবল এই লাইসেন্স প্রযোজ্য। এই লাইসেন্স
৬ বছর পর্যন্ত কার্যকর থাকে। দীর্ঘমেয়াদি এই লাইসেন্স পেতে ১০০ টি প্রশ্ন সম্বলিত একটি
লিখিত পরীক্ষায় উত্তীর্ন হতে হয়।
অস্থায়ী ড্রাইভার লাইসেন্স: যারা চায়নাতে
সর্বোচ্চ ৩ মাসের জন্য ভ্রমন করছে, তাদের জন্যই এই সাময়িক লাইসেন্সের ব্যবস্থা। এই
লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হল এর জন্য কোন লিখিত পরীক্ষা দেওয়া লাগে
না। এজন্য এটি পাওয়া তুলনামূলক সহজ।
চাইনিজ ড্রাইভিং লাইসেন্স আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
৩-৪ কপি পাসপোর্ট এবং ভিসার ফটোকপি; আবেদন করার সময় পাসপোর্ট এবং ভিসার স্বচ্ছ ফটোকপির সাথে আসল পাসপোর্টও জরুরী, তাই মূল পাসপোর্ট সাথে নিতে ভুলে গেলে চলবে না।
৩-৪ কপি রেসিডেন্স সার্টিফিকেটের ফটোকপিঃ রেসিডেন্স সার্টিফিকেট হল, আপনি (বর্তমানে চায়নাতে) কোথায় থাকেন তার বিস্তারিত ঠিকানা, য
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।