চীনে বিজয় দিবস উপলক্ষ্যে ফুটবল ম্যাচের আয়োজন
মঈন উদ্দিন হেলালী তৌহিদঃ এবারে ভিন্নভাবে মহান বিজয় দিবস উদযাপন করলো চায়নার সিচুয়ান প্রদেশের ছেংদু শহরের সাউথওয়েস্ট পেট্রোলিয়াম ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্রছাত্রীরা। বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে টি. একাদশ (Bald XI) বনাম এইচ. একাদশ (Normal Hair XI) নামে দুই দলের মধ্যেকার একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ইউনিভার্সিটির মূল মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। একপ্রকার ব্যতিক্রমধর্মী দুই দলের নামের কারণ জানতে চাইলে সাউথওয়েস্ট পেট্রোলিয়াম ইউনিভার্সিটির ছাত্র আকাশ বলেন, 'প্রায় একবছর ধরে চলমান ভাইরাসের কারনে লকডাউন সবাইকে নিস্তেজ করে ফেলেছে, সেজন্য সবাইকে উজ্জীবিত করতে এরকম নাম বেছে নেওয়া হয়েছে।'
ম্যাচের শুরুতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়। এভাবে বিজয় দিবস উদযাপন করতে পেরে ছাত্রছাত্রীরা খুবই আনন্দিত। ফুটবল ম্যাচ ছাপিয়ে ম্যাচটি ছিলো দেশের প্রতি ভালোবাসার আর ভ্রাতৃত্ববোধের।
বিজয় দিবস ছাড়াও ইউনিভার্সিটিটির বাংলাদেশ কমিউনিটি প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ , স্বাধীনতা দিবস, ইফতার পার্টিসহ অনেক প্রোগ্রাম বাস্তবায়ন করে আসছে।
প্রতিবেদক,
বিসিওয়াইএসএ ক্যাম্পাস নিউজ করেসপন্ডেন্ট, সাউথওয়েস্ট পেট্রোলিয়াম ইউনিভার্সিটি।
সম্পাদনায়ঃ ইফতে খাইরুল হক ইমন
BCYSA/ সাগর হোসেন
বাংলাদেশ-চীন
ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য
হতে ক্লিক করুন এখানে
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।