নব নিযুক্ত BCYSA ক্যাম্পাস প্রতিনিধি সদস্যদের আনুষ্ঠানিক যাত্রা শুরু
BCYSA NEWS DESK: গত ২০ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৮ টায় অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (BCYSA) এর ক্যাম্পাস প্রতিনিধিদের শুভেচ্ছা প্রদান অনুষ্ঠান।
মোঃ খায়রুল ইসলাম, সোশ্যাল মিডিয়া মডারেটর ও ইভেন্ট কো-অর্ডিনেটর এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মোঃ আরিফুল হক, উপ-সম্পাদক ও ক্যাম্পাস প্রতিনিধি দলের টিম লিডার।
অনুষ্ঠানে কার্যনির্বাহী বোর্ড থেকে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী (সহ-সভাপতি), মারুফ হাসান (সহ-সভাপতি), তানভিরুল ইসলাম (যুগ্ম সম্পাদক), মোঃ মাহমুদুল হাসান (নির্বাহী সদস্য), ইফতে খাইরুল হক ইমন (নির্বাহী সম্পাদক), মোঃ সাব্বির আহমেদ (উপ-সম্পাদক), লুবনা হোসেন লিয়া (সহযোগী সম্পাদক), নুজহাত ফারহানা (যুগ্ন সম্পাদক)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মোহাম্মদ তাওহিদ, উপদেষ্টা ও সহ-প্রতিষ্ঠাতা বিসিওয়াইএসএ; নিউজ এডিটর এবং ব্রডকাস্টার, চায়না মিডিয়া গ্রুপ (বাংলা বিভাগ)। এরপরে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জনাব এ.এ.এম. মুজাহিদ।
নির্বাচিত সকল নতুন সদস্যদের অংশগ্রহণে প্রায় দেড় ঘণ্টাব্যাপী
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চলে এ অভিষেক সভা। অনলাইন প্ল্যাটফর্ম VOOV
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
news.bcysa@outlook.com।