বাংলাদেশী শিক্ষার্থীর “সিএসসি আউটস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস স্কলারশিপ” অর্জন
ফারহানা শুচিঃ প্রতি বছর চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের একাডেমিক, পেশাদার এবং ব্যক্তিগত উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য সিএসসি আউটস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। এরই পরিপ্রেক্ষিতে, ২০১৯ সালে চীনের ১২৭ টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৫৮২ জন শিক্ষার্থী মর্যাদাপূর্ণ এ বৃত্তি পান।
সিএসসির মূল্যায়ন অনুসারে হোহাই বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন স্নাতক শিক্ষার্থী ২০১৯ সালের সেরা আন্তর্জাতিক শিক্ষার্থী হিসাবে নির্বাচিত হন। তিনজনের নামের এ তালিকায় স্হান পায় বাংলাদেশী শিক্ষার্থী গাজি তৌফিক এজাজের নাম। সেরা এ তিনজন শিক্ষার্থীদের মধ্যে সম্মানসূচক শংসাপত্র হস্তান্তর করার জন্য হোহাই বিশ্ববিদ্যালয় ২০২০ সালের ২৭ নভেম্বর একটি স্নাতক সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করে। এসময় গাজী তৌফিক বাংলাদেশে বসে অনলাইনে সরাসরি যোগ দেন অনুষ্ঠানটিতে।
এছাড়াও তৌফিক এজাজ "হোহাই ইমপ্রেশন" ফটোগ্রাফি, চিত্রকলা এবং ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহন করে জিতে নিয়েছেন দ্বিতীয় পুরস্কার। এদিকে, হোহাই বিশ্ববিদ্যালয় গত ২৩ শে ডিসেম্বর বিজয়ীদের ছবি, চিত্রকলা এবং ক্যাম্পাসের ক্রিয়াকলাপ মুহুর্তগুলি প্রদর্শন করতে একটি প্রদর্শনীর আয়োজন করে।
তৌফিক এজাজকে আন্তরিকভাবে সমর্থন এবং দিক-নির্দেশনার দেয়াতে আন্তর্জাতিক স্কুল এবং হোহাই বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, 'বসবাস ও অধ্যয়নের অন্যতম সেরা জায়গা হল চীন।' তিনি আরও বলেন, 'চীনা বিশ্ববিদ্যালয়গুলো তাদের আন্তর্জাতিক শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য অসংখ্য সুযোগ-সুবিধা প্রদান করে থাকে, যা অত্যন্ত প্রশংসনীয়।'

গাজী তৌফিক হোহাই বিশ্ববিদ্যালয়ের হাইড্রোলজি এবং জল সম্পদ কলেজের একজন পিএইচডি
শিক্ষার্থী। এছাড়াও তিনি বাংলাদেশ চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের একজন নির্বাহী
সদস্য।
সম্পাদনায়ঃ ইফতে খাইরুল হক ইমন
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।