অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চীন অ্যালামনাই এর যাত্রা শুরু
BCYSA NEWS DESK: ঢাকাস্থ চীনা দূতাবাসের সহযোগিতায়, চীনে অধ্যয়ন করা প্রাক্তন বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে “অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চীন অ্যালামনাই” (অ্যাবকা) এর যাত্রা শুরু হলো আজ। সংগঠনটি আজ অফিশিয়াল নোটিশ এর মাধ্যমে চীনে অধ্যয়ন করা সকল প্রাক্তন বাংলাদেশি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার আহবান জানায়।
গণপ্রজাতন্ত্রী চীনের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান থেকে কমপক্ষে একটি একাডেমিক ডিগ্রিধারী (ডিপ্লোমা, গ্রাজুয়েট, পোস্ট-গ্রাজুয়েট, ডক্টরেট, প্রভৃতি) বাংলাদেশি নাগরিকবৃন্দ এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন।
অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (অ্যাবকা) এর
প্রধান উদ্দেশ্য, চীনে অধ্যয়ন করা বাংলাদেশিদের আজীবন
চীন অভিজ্ঞতা বৃদ্ধি এবং নবায়ন করা; দু'টি ভ্রাতৃপ্রতিম দেশের জনগনের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্ক বৃদ্ধির
মাধ্যমে নতুন ধারণায় সহযোগিতা, পেশাদারিত্ব এবং সেবামূলক কর্মকাণ্ডের
মাধ্যমে দুই দেশের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধন তৈরিতে অবদান রাখা।

অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (অ্যাবকা) প্রতিষ্ঠার লক্ষ্যে ১৮ জনের একটি Preparatory secretariat (পিএস) কমিটি কাজ করছে। যেখানে আহ্বায়ক হিসেবে ড. মোঃ শাহাব উল হক এবং যুগ্ন-আহ্বায়ক হিসেবে রয়েছেন এ. এ. এম. মুজাহিদ।
উক্ত অ্যালামনাই অ্যাসোসিয়েশন যাত্রা শুরুর লক্ষ্যে গতকাল ৩০শে ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ৩:৪০ মিনিটে পিএস সদস্যদের নিয়ে প্রায় দু'ঘন্টাব্যাপী একটি অনলাইন সভার আয়োজন করা হয়। সভায় পরিচালনা করেন বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (BCYSA) সভাপতি ও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (অ্যাবকা) এর যুগ্ন-আহ্বায়ক জনাব এ. এ. এম. মুজাহিদ এবং সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (অ্যাবকা) এর আহ্বায়ক ড. মোঃ শাহাব উল হক।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ঢাকাস্থ চীনা দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (সাংস্কৃতিক বিভাগ) জুলিয়া ইয়ু ঝু সহ প্রেপারেটরি সেক্রেটারিয়েট প্যানেলের সদসবৃন্দ ড. মুহম্মদ রাকিবুল হক, ড. মোঃ শফিকুল ইসলাম, ডাঃ মোঃ আবু কাউছার (শপন), ড. কে এম শফিক, ডাঃ নাজমুস সাকিব, মোহাম্মাদ জাকারিয়া, মোঃ বশির উদ্দিন, মারুফ হাসান, এ. বি. এম. হাসান, ইফতে খাইরুল হক ইমন, নুজহাত ফারহানা, রেজোয়ান আহমেদ, জেরিন ইমাম প্রমুখ।
প্রেপারেটরি সেক্রেটারিয়েট কমিটির পক্ষ থেকে সকল আগ্রহী অ্যালামনাই সদস্যদের উক্ত অ্যাসোসিয়েশনে নাম রেজিস্ট্রেশন করে একজন গর্বিত সদস্য হয়ে এ মহতী উদ্যোগকে সফল করতে অবদান রাখতে অনুরোধ জানিয়েছে অ্যাবকা।
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।