মাগুরায় সড়ক দুর্ঘটনায় চীনে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রের অকাল মৃত্যু
সাব্বির আহমেদঃ ঢাকা-মাগুরা মহাসড়ক এর অদূরে শ্রীপুর উপজেলায়
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে
থাকা গাছের সাথে প্রচন্ড আঘাতে মুস্তাক আহম্মেদ
নয়ন (৩০) নামের চীনে অধ্যয়নরত এক পিএইচডি গবেষক নিহত হয়েছেন। তিনি চীনের বেইজিং ইন্সটিটিউট অব টেকনোলজিতে ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত প্রবাসী এই পিএইচডি গবেষক মাগুরা জেলার ঘাসিয়ারা গ্রামের কাদির পাড়া ইউনিয়নের মৃত আকতার হোসেনের ছেলে। সোমবার (১১ জানুয়ারি) আনুমানিক রাত ৮ ঘটিকায় সারংঙ্গদিয়া ফায়ার সার্ভিস এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নয়নের বন্ধু ও স্থানীয় লোকজন জানায়, নয়ন নিজ এলাকায় মোটরসাইকেলে করে
ব্যাডমিন্টন খেলা দেখতে যাবার পথে
উপজেলার সারংঙ্গদিয়া ফায়ার সার্ভিস এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে
পড়ে যান। পরবর্তীতে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে রাত ১০ টা নাগাদ তিনি মারা যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ মাসুদ, মোটরসাইকেল দুর্ঘটনায় মোস্তাক আহম্মেদ নয়ন এর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
তার এই অকাল মৃত্যুতে চীনে অধ্যয়নরত তার সহপাঠী ,শুভাকাঙ্ক্ষী, শিক্ষকবৃন্দ ও চীনের বাংলাদেশীদের
সংগঠন BCYSA পরিবার গভীর শোক প্রকাশ করেছেন।
সম্পাদনায়ঃ ইফতে খাইরুল হক ইমন
BCYSA/ মাসুম বিল্লাহ
বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হতে ক্লিক করুন এখানে
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।