চীনের চিয়াংশি প্রদেশে প্রবাসী বাংলাদেশিদের বনভোজন
BCYSA NEWS: পারস্পরিক ভাতৃত্ববোধ
বৃদ্ধি করতে এবং করোনা পরবর্তী প্রবাস জীবনের একঘেঁয়েমি কাটাতে চীনের চিয়াংশি প্রদেশে
বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের নিয়ে হয়ে গেলো প্রাণবন্ত বার্ষিক বনভোজন- ২০২১। কর্মব্যস্ত
জীবনে একটু অবসরের স্বাদ নিতে সবাই অংশগ্রহণ করেন এতে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল
বাংলাদেশি খাবারের ব্যাপক আয়োজন।

স্থানীয় সময় রোববার সাপ্তাহিক ছুটির দিনে চিয়াংশি প্রদেশের
রাজধানী নানচাং শহরে অবস্থিত ইয়াওহু বারবিকিউ ইকোলজিকাল গার্ডেনে "বাংলাদেশি
কমিউনিটি ইন চিয়াংশি প্রভিন্স" এর উদ্যেগে বার্ষিক এই বনভোজনটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী
অনুষ্ঠানমালার অংশ হিসেবে ছিল খেলাধুলা, প্রীতিভোজ,
আলোচনা সভা, লাকী কুপন ড্র, চা চক্র , পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

বনভোজন অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, ইমতিয়াজ আহমেদ রুমী ও মো: মাহামুদুর রহমান রোকন এবং সহযোগিতায় ছিলেন আকরাম,
শাকিল, তানভীর। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য
দেন, আলি সারোয়ার খান, শাওন আহমেদ
খান, তমাল বর্মন, ওবায়দুল হক,
নাজমুল হাসান, জালাল আহমেদ সহ আরো অনেকে।
সম্পাদনায়ঃ ইফতে খাইরুল হক ইমন
BCYSA/ মাসুম বিল্লাহ
বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হতে ক্লিক করুন এখানে
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।