আবারো বেইজিং লকডাউনের ঘোষণা
সাব্বির আহম্মেদঃ বুধবার চীনের রাজধানী বেইজিং এ আংশিকভাবে লকডাউন জারি করা হয়, যেখানে করোনা আক্রান্ত ব্যক্তি সনাক্ত হওয়ার পরে ১.৬ মিলিয়ন বাসিন্দাকে বেইজিং ছেড়ে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বুধবার নগরীর দক্ষিণে তাশিং জেলার ছয়টি সহ সাত জন আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়েছে। তাশিং-র ১.৬ মিলিয়ন বাসিন্দা বেইজিং ত্যাগ করতে পারবে না যদি না তারা কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি না নেয় কিংবা কোভিড-১৯ এর পরীক্ষা না করায়।
এই জেলাতে ৫০ বা ততোধিক লোকের সভা নিষিদ্ধ করা হয়েছে। জেলার সমস্ত কিন্ডারগার্টেন, প্রাথমিক
ও মাধ্যমিক শিক্ষার্থীদের ঘরে বসে পড়াশোনা করার নির্দেশ দিয়েছে। তাশিং এলাকার বাসিন্দাদের
মধ্যে যেখানে কোভিড আক্রান্ত ধরা পড়েছিল তাদের বাড়ির অভ্যন্তরেই থাকার নির্দেশ দেওয়া
হয়েছে।

ছবিঃ জনশূন্য পথঘাট
এদিকে, লকডাউনের মধ্যে ব্যাপক বিপাকে বেইজিং এ বসবাসরত বাংলাদেশি সহ সকলেই। তাশিং শহরে বসবাসরত বাংলাদেশি নাগরিক স্যামির সাথে যোগাযোগ করলে তিনি জানান, "লকডাউনের এই পরিস্থিতে সবসময় ঘরের মধ্যেই সময় কাটাতে হচ্ছে। হঠাৎ লকডাউন দেয়ায় খাবার সংগ্রহে না থাকায় হালাল খাবার অনলাইন থেকে সংগ্রহ করাটা একটু কষ্টকর। মসজিদ বন্ধ থাকায় নামাজ বাড়িতেই পড়তে হচ্ছে। তবে বেইজিং সরকারের পক্ষ থেকে ফ্রী করোনা টেস্ট ইভেন্ট চলছে। বিশ্বাস রাখি বরারের মতো এবারো অতি শীঘ্রই বেইজিং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে।"
উল্লেখ্য, এবছরও লকডাউন এর মধ্যেই চলবে বেইজিং এর স্প্রিং ফেস্টিভ্যাল।
সম্পাদনায়ঃ ইফতে খাইরুল হক ইমন
BCYSA/ Sagar Hossain
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
news.bcysa@outlook.com।
বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হতে ক্লিক করুন