BCYSA এর ক্যাম্পাস প্রতিনিধিদের সাধারণ সভা অনুষ্ঠিত
BCYSA NEWS: গত ২৫ শে জানুয়ারি BCYSA কর্তৃক ক্যাম্পাস প্রতিনিধিদের নিয়ে একটি সাধারণ সভার আয়োজন করা হয়। ক্যাম্পাস প্রতিনিধি ম্যানেজমেন্ট টিমের কো-অর্ডিনেটর সাব্বির আহম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তাগণ বক্তব্য রাখেন এবং ক্যাম্পাস প্রতিনিধিদের পরামর্শ, সমস্যা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্যাম্পাস প্রতিনিধি টিমের পরিচালক মো: আরিফুল ইসলাম। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন BCYSA এর সোশ্যাল মিডিয়া মডারেটর এবং ক্যাম্পাস প্রতিনিধি টিমের কো-অর্ডিনেটর মো: খাইরুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পাস প্রতিনিধি টিমের তত্ত্বাবধায়ক ও সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মারুফ হাসান। সভায় আরও উপস্থিত ছিলেন আবুল খায়ের, খুশি, সালমান, সোহরাব, হাসানুল, সুজাত, সাব্বির, বারি, পারভেজ, মোস্তাফিজ, সজিব, ফাহিম, শিমন, রাজন, ওমর ফারুক সহ আরো অনেকে।
পুরো অনুষ্ঠানটি চারটি ভাগে বিভক্ত ছিলো। নতুন ক্যাম্পাস প্রতিনিধিদের পরিচিতি পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর বক্তব্য রাখেন খাইরুল ইসলাম। তিনি আগামীতে ক্যাম্পাস প্রতিনিধিদের কর্মকান্ড সম্পর্কে আলোচনা রাখেন। এসময় তিনি BCYSA এর ফেইসবুক গ্রুপে হ্যাশট্যাগ, ক্যাম্পাস প্রতিনিধিদের নিজস্ব ক্যাম্পাসের স্কলারশিপ নিয়ে আর্টিকেল লেখা, বিভিন্ন প্রভিন্স নিয়ে ভ্রমন কাহিনি লেখা সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে কথা বলেন।
এরপরে, সি-আর সদস্যগন তাদের বিভিন্ন সমস্যা ও পরামর্শ তুলে ধরেন কর্তৃপক্ষের কাছে। সভার শেষ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে মারুফ হাসান বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা রাখেন। এসময় তিনি ক্যাম্পাস প্রতিনিধিদের বিভিন্ন সমসাময়িক সমস্যা নিয়ে আলোচনা করেন ও এর সমাধান সহ বিভিন্ন গঠনমূলক দিক নির্দেশনা দেন।
সবশেষে অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে মো: আরিফুল ইসলাম ক্যাম্পাস
প্রতিনিধিদের সুসংগঠিত থাকার ব্যাপারে জোর দেন এবং ভবিষ্যতে এর শুভ কামনার মাধ্যমে
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদনায়ঃ ইফতে খাইরুল হক ইমন
BCYSA/ মাসুম বিল্লাহ
বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হতে ক্লিক করুন এখানে
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।