সফলতা মানে চাকুরি নয়, নিজের লক্ষ্যে পৌঁছানো
মোস্তাফিজুর রহমানঃ আসুন, প্রথমেই জেনে নেই ৭জন শীর্ষ ধনীদের সম্পর্কে, যারা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলেন। কিন্তু তাদের সবার সাফল্যের চাবিকাঠি ছিল ব্যবসা।
১) বিল গেটসঃ বিল গেটস একটি নাম নয়, একটি ইতিহাস। কম্পিউটার প্রোগ্রামার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিন্তু পড়াশুনা শেষ না করেই ১৯৭৪ সালে শিক্ষাজীবনের ইতি টেনে ব্যবসায় নামেন।
২) জেফ বোজেসঃ বিশ্বের সর্ববৃহৎ অনলাইন শপিং সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বোজেস ২০১৭ সালের ২৭শে জুলাই বিল গেটসকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনীর স্থান দখল করেন। জেফ বোজেস একজন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার।
৩) কার্লোস স্লিমঃ মেক্সিকো স্টক এক্সচেঞ্জের ৪০% একাউন্টসের মালিক কার্লোস স্লিম। বিল গেটসকে হটিয়ে ২০১০ সালে বিশ্বের শীর্ষ ধনী পদ দখল করেন এবং টানা ৪ বছর স্ব-স্থানে বহাল ছিলেন। মেক্সিকোর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করেছেন তিনি।
৪) ডেভিড কোচ ও চার্লস কোচঃ বিশ্ববিখ্যাত ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশুনা করা দুই ভাই ডেভিড ও চার্লস বিশ্ববিখ্যাত কেমিক্যাল ও পেট্রোলিয়াম কোম্পানী কোচ ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান এবং ভাইস প্রেসিডেন্ট।
৫) মাইকেল ব্লুমবার্গঃ নিউইয়র্ক সিটির সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ বর্তমানে বিশ্বের ১০ম শীর্ষ ধনী। ১৯৬৪ সালে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর অব সায়েন্সে গ্রাজুয়েশন সম্পন্ন করেন।
৬) মার্ক জুকারবার্গঃ কম্পিউটার সায়েন্সের ছাত্র জুকারবার্গ ২০১৬ সালে বিশ্বের প্রভাবশালী ব্যক্তির তালিকায় ১০ম স্থানে ছিলেন। ইঞ্জিনিয়ারিং পড়েও তারা অদম্য প্রচেষ্টায় সফল ব্যবসায়ী হয়েছেন।
যখন তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, তখন হয়ত তাদেরও স্বপ্ন ছিল একজন ভাল ইঞ্জিনিয়ার হবার। কিন্তু বিশ্ববিদ্যালয়ের
গন্ডি পেরিয়ে যখন তারা বের হয়েছিল, তখন আর ১০ জনের মত সিভিল
সার্ভিসের স্বপ্ন না দেখে একটু আলাদা কিছু করার চেষ্টা করে ছিল। সহজ পথ একদমই ছিল
না, বন্ধুর পথেই চরাই উৎরাই শেষে তারা এক এক জন সফল মানুষ। তারা তাদের শিক্ষার ব্যবহারিক জ্ঞানকে কাজে লাগিয়ে প্রথমে হয়েছিলেন উদ্যোক্তা,
নতুন চিন্তা, শ্রম আর ধৈর্য্য তাদের ব্যক্তি
থেকে প্রতিষ্ঠান বানিয়েছে।
কেউ দেশে চাকরি না করে যদি উচ্চ শিক্ষার জন্য বিদেশে যায়
তাহলে তাকে শুনতে হয় তিনি দেশে চাকরি পাননি, তাই বিদেশমুখী হয়েছেন।
সত্যিই কি তাই? হয়তো নয়। কারণ প্রত্যেকের স্বপ্ন, চিন্তা-চেতনা কখনোই এক নয়।
শেষ করার আগে একটা কথাই বলতে চাই, সফলতা মানে একটা চাকরি নয়, সফলতা মানে নিজের পছন্দের
লক্ষ্যে পৌঁছানো। তা হতে পারে চাকরি, ব্যবসায়, অভিনয়, গান, গবেষণা,
রান্না, লেখালেখি, খেলাধুলা ইত্যাদি। অন্যকে প্রশ্নবিদ্ধ করার আগে একবার নিজের কথা ভেবে দেখেন
তো আজ আপনি যেখানে দাঁড়িয়ে সেটাই আপনার স্বপ্ন কিনা ?
লেখক
শিক্ষার
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।