ছবিতে চাইনিজ নববর্ষ উদযাপন ২০২১
BCYSA NEWS DESK: চায়নিজ
নববর্ষ হলো চন্দ্রবর্ষের সূচনা, যাকে বলে লুনার ইয়ার। এটিকে চীনের
বসন্ত উৎসবও বলা হয়৷ নববর্ষ উপলক্ষে চীনারা বাজি পোড়ায় ভূতপ্রেত তাড়ানোর উদ্দেশ্যে।
পাশাপাশি নতুন বছরের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য ড্রাগন নাচ, বাড়ির দরজায় শ্লোক
জাতীয় লেখা টানিয়ে রাখা এবং লাল রঙের খামে মোড়ানো কচকচে টাকার আদান-প্রদান করে থাকে।
চাইনিজ ক্যালেন্ডার অনুযায়ী চীনা বছর প্রতি
১২ বছরে একবার প্রাণী রাশিচক্র পূর্ণ করে, তাই চীনা ক্যালেন্ডারের প্রতিটা বছরই একেকটা জীব-জন্তুর নামে হয়। ইঁদুর
বছরকে বিদায় দিয়ে গত ১২ ই ফেব্রুয়ারী তারা ষাঁড় বছরকে বরণ করছে। চায়নিজ কালচারে ষাঁড়কে পরিশ্রমী,
সতর্ক, সততার প্রতীক হিসেবে গণ্য
করা হয়।
এদিকে চীনা নববর্ষ উদযাপন উপলক্ষে চায়নিজদের পাশাপাশি চীন প্রবাসী বাংলাদেশিদের মাঝে আমেজের কোনোরূপ ঘাটতি ছিল না। চলুন, দেখে আসি চীন প্রবাসী বাংলাদেশিদের পাঠানো ছবিতে এ বছরের নববর্ষ উদযাপন।
Md Shohidul Islam Sujon
Capital Normal University, Beijing
Nazrul Islam
Yangzhou university, Jiangsu
Md Hasan Shahriar
Chongqing University of Science and Technology
Uzzal
Yunnan University, Yunnan

BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
news.bcysa@outlook.com।