ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মোঃ আশিকুজ্জামানঃ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবীতে পুলিশের গুলিতে নিহত হন রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ আরো অনেকেই। তাঁদের সেই ত্যাগের জন্য এই দিনটিকে অমর একুশে শহীদ দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারই স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে এই দিনটি জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গৃহীত হয়।
বাংলাদেশ স্টুডেন্টস এন্ড স্কলারস এসোসিয়েশন (বিএসএসএ), ঝেজিয়াং বিশ্ববিদ্যালয় এর সকল সদস্য ও তাঁদের পরিবারবর্গ সারাদিনব্যাপী
উদযাপন করেছে এ দিনটি। উল্লেখ্য, বিএসএসএ ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়
এ অধ্যয়ন ও কর্মরত শিক্ষার্থী ও কর্মকর্তাদের নিয়ে সংগঠিত একটি সংগঠন।
উক্ত অনুষ্ঠানের প্রথম পর্যায়ে ১৯৫২ সালের ভাষা শহীদদের
স্মরণ করা হয় এবং "আমার ভাইয়ের রক্তে রাঙানো, ২১ শে ফেব্রুয়ারি"
গানের প্রথম ২ লাইন একসঙ্গে গাওয়া হয়। উপস্থিত সকলকে নিয়ে বাংলাদেশের পতাকা হাতে স্থিরচিত্র
ধারন করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে প্রীতি ভোজের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএসএ এর বর্তমান কার্যনির্বাহী কমিঠির সভাপতি জনাব ড. মোঃ আসিফ আহসান ও সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শাহ আলম সহ কমিটির সকল সদস্যবৃন্দ।
লেখকঃ
মাস্টার্স শিক্ষার্থী
ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়, হাংজু, চীন
সম্পাদনায়ঃ ইফতে খাইরুল হক ইমন
BCYSA/ মাসুম বিল্লাহ
বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হতে ক্লিক করুন এখানে
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।