অজয় কান্তি মন্ডলের চীন সরকারের আউটস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস স্কলারশিপ অর্জন
BCYSA NEWS: চীনে বাংলাদেশি গবেষক অজয় কান্তি মন্ডল চীন সরকারের ‘আউটস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস স্কলারশিপ-২০২০’ অর্জন করেছেন। সারা বিশ্ব থেকে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী পড়াশোনার উদ্দেশ্যে চীনে পাড়ি জমান। এসব ছাত্রছাত্রীদের একাডেমিক অর্জনের উপর ভিত্তি করে চীন সরকারের শিক্ষা মন্ত্রণালয় প্রতি বছর এই অ্যাওয়ার্ড দিয়ে থাকে। উক্ত অ্যাওয়ার্ড প্রদানের ক্ষেত্রে চীনের শিক্ষা মন্ত্রণালয় ছাত্রছাত্রীদের বেশ কিছু সৃষ্টিশীল দিককে প্রাধান্য দেয়। এসবের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় ছাত্রছাত্রীদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং অত্যন্ত ভালো মানের গবেষণা পরিচালনা করার দক্ষতা।
এছাড়া ছাত্রছাত্রীদের
পড়ালেখার পাশাপাশি অন্যান্য সামাজিক কর্মকান্ড এবং খেলাধুলায় অংশগ্রহণ, চীনের সাথে
অন্যান্য দেশের বন্ধুপ্রতিম সম্পর্ক গড়ে তোলায় তাদের অবদান, চীনের নিয়ম কানুন মেনে
চলার পাশাপাশি চীনের প্রতি পজেটিভ মনোভাব পোষণ করার মতো উল্লেখযোগ্য বিষয়গুলোকে
প্রাধান্য দেওয়া হয়।
অজয় কান্তি মন্ডল ফুজিয়ান
এগ্রিকালচার এন্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটির ইতিহাসে দ্বিতীয় কোনো ইন্টারন্যাশনাল
স্টুডেন্ট এবং প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করেছেন। অজয়ের
এই অর্জন চীন ফুজিয়ান এগ্রিকালচার এন্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটি’র ইন্টারন্যাশনাল
কলেজ এবং ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজ তাদের ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি চীনের বেশ
কিছু মিডিয়া গুরুত্বের সাথে নিউজ করেছে।
অজয় কান্তি মন্ডল ২০১৮ সালে ফুজিয়ান
এগ্রিকালচার এন্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটিতে পিএইচডি ডিগ্রীর উদ্দেশ্যে চীন সরকারের
স্কলারশিপ (CSC Scholarship) পেয়েছিলেন। বর্তমানে তিনি চীনের ফুজিয়ান প্রদেশে স্ত্রী এবং কন্যা সহ
অবস্থান করছেন
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
news.bcysa@outlook.com।