বাংলাদেশ দূতাবাস বেইজিং কর্তৃক ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন
BCYSA NEWS DESK: আজ ৭ মার্চ, ২০২১ রোজ রোববার বেইজিং সময়
দুপুর ১৩ ঘটিকায় "বাংলাদেশ দূতাবাস চায়না" কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে "ঐতিহাসিক
৭ই মার্চের ভাষণের তাৎপর্য; বঙ্গবন্ধুর কূটনীতি ও বৈদেশিক নীতি" শীর্ষক
অনলাইন ভিত্তিক একটি ওয়েবিনারের আয়োজন করা হয়েছে।
ওয়েবিনারের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন চীনে নিযুক্ত
বাংলাদেশী রাষ্ট্রদূত মান্যবর মাহবুব উজ জামান। তিনি তার বক্তব্যে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ
মুজিবের অবদান এবং প্রধানমন্ত্রীর ভিশন ৪১ এর লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করেন। এরপরে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চ ভাষণের সম্পূর্ণ
ভিডিও সম্প্রচার করা হয়। ওয়েবিনারে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ড. সৈয়দ আনোয়ার
হোসেন, উপাচার্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল, ঢাকা, বাংলাদেশ। তিনি তার বক্তব্যে
৭ মার্চের ভাষণের বিভিন্ন দিক, তাৎপর্য, বঙ্গবন্ধুর কূটনীতি ও বৈদেশিক নীতি সম্পর্কিত
আলোচনা করেন। ওয়েবিনারের সার্বিক পরিচালনায় ছিলেন মাননীয় মিনিস্টার ড. এম নজরুল ইসলাম, বাংলাদেশ দূতাবাস,
বেইজিং, চীন।
দূতাবাসের আমন্ত্রনে BCYSA এর সভাপতি জনাব এ. এ. এম. মুজাহিদ সহ চীনে বসবাসরত বিশিষ্ট প্রবাসী বাংলাদেশিবৃন্দ, বাংলাদেশী ব্যবসায়ী এবং বর্তমানে বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে কাজ করছে এমন বেশ কয়েকজন চাইনিজ শিক্ষার্থী, চীনের সরকারি কর্মকর্তা, চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারীসহ শিক্ষক ও পেশাজীবী সহ প্রায় ১৭০ জন এতে অংশ নেন।

প্রফেসর জাং চং (বেইজিং ল্যাংগুয়েজ ও কালচার বিশ্ববিদ্যালয়)
এবং আভা সু, ইউয়ান সাংয়াও (হিয়া), দিসা, আনুপমা ইয়াং (বেইজিং ল্যাংগুয়েজ ও কালচার বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীরা) বাংলা ভাষায় বক্তৃতা দেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকল মুক্তিযোদ্ধা
ও শহীদের প্রতি গভীরভাবে শ্রদ্ধা প্রকাশ করেন। চায়না মিডিয়া গ্রুপের ঢাকা ব্যুরোর প্রধান
মিস আনন্দি বলেন, বঙ্গবন্ধু তাঁর এক বক্তব্যে বলেছিলেন, "সবার সঙ্গে বন্ধুত্ব,
কারো সাথে শত্রুতা নয়।" যা চীনের পররাষ্ট্র নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিসহ অংশগ্রহণকারী অনেকেই সংক্ষিপ্ত মতামত প্রকাশ করেন।
এদিকে, ৭ই মার্চ দিনটি এবার প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে
বাংলাদেশের জেলা-উপজেলা সকল পর্যায়ে উদযাপন করা হচ্ছে। গতকাল রোজ শনিবার ৬ মার্চ,
২০২১, শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ
জানান, “ঐতিহাসিক ৭ই মার্চকে ‘ক’ শ্রেণিভুক্ত
জাতীয় দিবস হিসেবে পরিপত্র জারি করা হয়েছে। এই দিবস উদযাপনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
এবং শিক্ষা মন্ত্রণালয়কে সংযুক্ত করা হয়েছে। এই দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা
উত্তোলন এবং ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। কেন্দ্রীয় অনুষ্ঠান
হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বিকেল ৩টায়। এতে প্রধান অতিথি হিসেবে
ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।"
উল্লেখ্য, এক ধারাবাহিক রাজনৈতিক আন্দোলনের পটভূমিতে এসেছিল ১৯৭১ সালের ৭ই মার্চ। জাতির জনক বঙ্গবন্ধ
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।