
বাংলাদেশ দূতাবাস চীনে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস - ২০২২’ উদযাপিত

সাব্বির আহম্মেদ: চীনে ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস - ২০২২’ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন।
দিবস উপলক্ষে সোমবার বিকালে চীনে বেইজিংস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে হয়েছে আলোচনা সভা। বেইজিং শহরে কোভিড-১৯ এর প্রকোপ বেড়ে যাওয়ার কারনে দূতাবাস অনুষ্ঠানটি জুম প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজন করে।
দূতাবাসের প্রথম সচিব পারুল দেওয়ান এর সঞ্চালনা ডিজিটাল বাংলাদেশের সাফল্য নিয়ে আলোচনা সভায় মূলবক্তব্য উপস্থাপন করেন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মনসুর উদ্দিন। তিনি ডিজিটাল বাংলাদেশে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ ও তার সুবিধা এবং জাতীয় পোর্টালের মাধ্যমে তথ্য সরবরাহ, ডিজিটাল সেন্টার, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, আইটি পার্ক, লার্নিং অ্যান্ড আর্নিং ইত্যাদি বিষয় তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মোঃ জসীম উদ্দিন (এনডিসি) বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ভিত্তিক কর্মপরিকল্পনায় ডিজিটাল বাংলাদেশ ধারণা অন্যতম স্তম্ভ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও আধুনিক মনস্ক নেতৃত্বের কারনে বাংলাদেশ তথ্য-প্রযুক্তি বান্ধব নীতি, দৃষ্টিভংগী এবং অবকাঠামো নির্মানের মাধ্যমে এক বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে সক্ষম হয়েছে।
রাষ্ট্রদূত জসীম উদ্দিন দূতাবাসের সেবার মান বৃদ্ধি এবং চীন থেকে বাংলাদেশে পর্যটন শিল্পসহ নানা ক্ষেত্রে অধিকতর গতিশীলতা আনতে তথ্য প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব প্রদান করেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে একসাথে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে শিশু কিশোররা ডিজিটাল বাংলাদেশ নিয়ে প্রানবন্ত ডিজিটাল কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করে যা ছিল আজকের অনুষ্ঠানের মূল আকর্ষন। অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী, দূতাবাস পরিবারের নতুন প্রজন্মের সদস্যসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
সম্পাদনায়ঃ ইফতে খাইরুল হক ইমন
BCYSA/ সাব্বির/ মারুফ
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।