ঝেনজু ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক গালা নাইট: বিশ্ব সংস্কৃতির মেলবন্ধনে মুখর ক্যাম্পাস
চীনের ঝেনজু ইউনিভার্সিটিতে (Zhengzhou University) অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘চায়নিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি অ্যান্ড স্টুডেন্টস গালা নাইট ২০২৫’। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক টুকরো বিশ্ব মিলনমেলায় পরিণত হয় পুরো ক্যাম্পাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ঝেনজু ইউনিভার্সিটির ভাইস-প্রেসিডেন্ট ইয়াং তিয়ানরুও (Yang Tianruo)। তিনি তার বক্তব্যে বলেন, "বিভিন্ন দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি আমাদের বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করেছে। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করবে।" অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (BCYSA)-এর ভাইস প্রেসিডেন্ট মোঃ মুস্তাফিজুর রহমান। তার অনুভূতি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, "আমাদের এই
ক্যাম্পাস কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি ছোট পৃথিবী। যখন আমরা একে অপরের গান, নাচ এবং ঐতিহ্যকে গ্রহণ করি, তখন ভাষার দেয়াল ভেঙে যায় এবং আমাদের মধ্যে এক গভীর ভ্রাতৃত্ববোধ তৈরি হয়।" অনুষ্ঠান সম্পর্কে পাবলিকেশন সেক্রেটারি মোঃ আব্দুল্লাহ আল তানিম জানান, "সাংস্কৃতিক বিনিময় শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গিকে আরও উদার ও বৈশ্বিক করে তোলে। আজকের এই মেলবন্ধন প্রমাণ করে যে, আমরা ভিন্ন ভিন্ন দেশ থেকে আসলেও একটি অভিন্ন লক্ষ্য নিয়ে এগিয়ে চলছি, যা ভবিষ্যতে আমাদের আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে।" এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গালা নাইটে বাংলাদেশ, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং আফ্রিকাসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা তাদের নিজস্ব ঐতিহ্য তুলে ধরেন। সাংস্কৃতিক পর্বের বিশেষ আকর্ষণগুলো ছিল : বাংলাদেশী ছাত্রীরা বাংলার ঐতিহ্য চিরচেনা শাড়ি পরে মনোমুগ্ধকর দলীয় নৃত্য পরিবেশন করেন, যা বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতিকে উজ্জ্বলভাবে তুলে ধরে। ইরানের শিক্ষার্থীরা তাদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সুরেলা ঝংকারে দর্শকদের বিমোহিত করেন। আফ্রিকার শিক্ষার্থীরা তাদের প্রাচীন পাহাড়ি জীবন ও সংগ্রামের ঐতিহ্যকে একটি ছন্দময় নৃত্যের মাধ্যমে মঞ্চে ফুটিয়ে তোলেন। স্বাগতিক চীনের শিক্ষার্থীরা তাদের সমৃদ্ধ লোকসংগীত এবং আধুনিক পপ সংগীতের সমন্বয়ে দর্শক মাতান।
বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস (MBBS) তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং বিসিওয়াইএসএ (BCYSA)-এর (Zhengzhou University) ক্যাম্পাস অ্যাম্বাসেডর মোঃ রেদওয়ান উল্লাহ শাহেদী বলেন, "এই আয়োজনটি আমাদের জন্য এক বিশাল প্রাপ্তি। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন দেশের কৃষ্টি-কালচার সম্পর্কে জানার এই সুযোগ আমাদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।" চাইনিজ এবং অসংখ্য বিদেশি শিক্ষার্থীর সরব উপস্থিতি এই আয়োজনকে আরো প্রাণবন্ত করে তোলে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি আধুনিক সংগীত এবং বর্ণিল আলোকসজ্জার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।
/Raoha
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।