বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ)-এর ৯ম কার্যনির্বাহী বোর্ডের প্রথম অধিবেশন সম্পন্ন
গত ২৮ ডিসেম্বর ২০২৬ রবিবার, বেইজিং সময় রাত ১০টায় বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ)-এর ৯ম কার্যনির্বাহী বোর্ড (২০২৫–২৬)-এর প্রথম সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভাটি সঞ্চালনা করেন বিসিওয়াইএসএ-এর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত সভাপতি ডা. মো. মনিরুজ্জামান শিহাব।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এম. বশির উদ্দিন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিওয়াইএসএ-এর সাবেক সভাপতি জন্নাতুল আরিফ। তাঁদের মূল্যবান দিকনির্দেশনা ও বক্তব্য সভাটিকে আরও অর্থবহ ও কার্যকর করে তোলে। অধিবেশনের শুরুতে সভাপতি ডা. শিহাব আগামী বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। সুশৃঙ্খল ও কার্যকরভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে তিনি ৭টি টিম গঠন করেন। প্রতিটি টিমে একজন টিম লিডার, একজন সহকারী টিম লিডার এবং ৪–৬ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়।
পরবর্তীতে একে একে নবনিযুক্ত সদস্যরা নিজেদের পরিচয় এবং নিজ নিজ টিমের পরিকল্পনা সভার সামনে তুলে ধরেন। সভায় নতুন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ, লিডারশিপ ও ক্যারিয়ার বিল্ডিং বিষয়ক ওয়েবিনার আয়োজন, ফটোগ্রাফি প্রতিযোগিতা, এবং বিসিওয়াইএসএ থিম সং প্রস্তুতকরণ সহ বিভিন্ন গঠনমূলক প্রস্তাব উত্থাপিত হয়।
অধিবেশনের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাঁদের বক্তব্য প্রদান করেন। তাঁরা বিসিওয়াইএসএ-এর ভবিষ্যৎ কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন এবং ২০২৫–২৬ কার্যনির্বাহী বোর্ডের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁরা বিজয়ের মাসে মাতৃভূমির জন্য আত্মত্যাগকারী সকল শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং সদ্য প্রয়াত শহীদ শরিফ ওসমান হাদি-এর আত্মার মাগফিরাত কামনা ও তাঁর সুবিচার প্রাপ্তির আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে সভাপতি ডা. শিহাবের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বিসিওয়াইএসএ-এর পথচলা আরও সুগম ও সুন্দর হয়েছে। ভবিষ্যতেও সকল চড়াই-উতরাই অতিক্রম করে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিসিওয়াইএসএ-এর সফলতার ধারা অব্যাহত থাকবে; এই আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘটে।
Raoha
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।