স্বাগতম হে মাহে রমজান -২০২৪
দীর্ঘ একটি বছর অপেক্ষার পর বিশ্ব মুসলিমদের পবিত্র মাস, আত্মশুদ্ধির মাস, পবিত্র রমজান মাসের শুভ আগমন, আহলান সাহলান মাহে রমজান। পবিত্র মাহে রমজানের এই আগমনী বার্তা আমাদের অন্তরের গ্লানি, অহংকার, রিপুর অবসান ঘটিয়ে প্রতিটি আত্মা প্রতিজ্ঞাবদ্ধ হোক আত্মশুদ্ধি অর্জনে।
চীনের কিছু কিছু প্রদেশের অধিবাসীদেরকে আজকে রোজা পালন করতে দেখা গেছে। তারা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা পালন করতেছে। তবে বেশিরভাগ শহরে আগামীকাল থেকে পবিত্র রমজান মোবারক শুরু হবে।
আজকে রোজা পালন করছে এই রকম কয়কেজন বাংলাদেশী ছাত্রদের সাথে কথা হয়। তন্মধ্যে চীনের থ্রী গজ্রেস বিশ্ববিদ্যালয়ে (ইচাং শহর,হুবেই প্রদেশ) অধ্যয়নরত মোহাম্মদ আদিল জানিয়েছেন, তাদের কমিউনিটি মসজিদের ইমাম সাহেব আজকে থেকে তাদেরকে রোজা পালন করার জন্য আহবান করছেন।। তারা সৌদি আরবের সাথে মিল রেখে আজ থেকে রোজা রাখছে।
অন্যদিকে সাংহাই ইউনিভার্সিটির ইউসুফ জানিয়েছেন- তাদের শহরের অনেক বাংলাদেশী,পাকিস্তানি ও অন্যান্য দেশের মুসলিমরা রোজা পালন শুরু করছে।সেই হিসাবে তারা আজ থেকে রোজা পালন শুরু করেছে।
আবার অনেক শহরের মুসলমানদেরকে আগামীকালকে প্রথম রোজা রাখার জন্য প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে। নর্থ চায়না ইলেক্ট্রিক পাওয়ার ইউনিভার্সিটি,বেইজিং এ অধ্যায়নরত সিয়াম বলেন চায়নাতে এটা আমার প্রথম রোজা। রোজা নিয়ে আমার বন্ধুরাসহ আমরা সবাই খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি। এখন থেকেই তারাবীহ, ইফতার ও সেহারী নিয়ে প্ল্যান করছি। আশা করছি খুব ভাল একটা রমজান অতিবাহিত করতে পারবো।
নানজিং শহরে অধ্যায়নরত অর্নবের মতে সারাদিনের ক্লাস ও কর্মব্যস্ততা শেষে ইফতারের সময় একটি খেজুর যেন আত্মতৃপ্তির ফসল। সকল দেশি-বিদেশি মুসলমান শিক্ষার্থীবৃন্দ একসাথে হয়ে মসজিদে তারাবি নামাজ আদায় করে একসাথে সাওম সাধনা যেন মন গহীনে ধর্মচর্চার হওয়া।
রমযানের এই পরিশুদ্ধতা বয়ে আনুক এক অনাবিল শান্তি আমাদের প্রত্যেকের জীবনে এটাই প্রত্যাশা।
Arif/Maruf
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।