চায়না থ্রী গর্জেস বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের ১০ম সেশনের কমিটি গঠিত।
বাংলাদেশী শিক্ষার্থী মুখরিত বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে একটি অন্যতম বিশ্ববিদ্যালয় হচ্ছে চায়না থ্রী গর্জেস বিশ্ববিদ্যালয়। সেখানে প্রায় ৮০ জনের বেশি বাংলাদেশি বর্তমানে পড়াশোনা করছেন। গত ১২ই সেপ্টেম্বর ২০২৪-২৫ সেশনের ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটির তালিকা প্রকাশ করে ভার্সিটি। নবগঠিত কমিটির ভাইস প্রেসিডেন্ট পদে মনোনীত হয়েছেন বাংলাদেশের দুইজন শিক্ষার্থী কামরুজ্জমান ও মোহাম্মদ আদিল। এ ছাড়াও বাংলাদেশী শিক্ষার্থী দশরথ মাহাতো ( মিনিস্টার, কনসাল্টিং এন্ড প্রমোশন বিভাগ), ইয়াসির তানভীর প্রীতম ( মিনিস্টার , স্পোর্টস এন্ড কালচার ডিপার্টমেন্ট ),আবদুল্লাহ আল মামুন ( মিনিস্টার , ভলেন্টিয়ারিং ডিপার্টমেন্ট ) হিসাবে নির্বাচিত হয়েছে।
প্রতি বছর এই এসোসিয়েশনের প্রেসিডেন্ট / ভাইস প্রেসিডেন্ট / মিনিস্টার মনোনীত হওয়ার জন্য সাধারণত এসোসিয়েশনে ১ বছরের কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক থাকতে হয়। একই সাথে বন্টনকৃত ডিপার্টমেন্ট সমূহে অভিজ্ঞতা, ও দক্ষতার পাশাপাশি একাডেমিক রেজাল্টের উপর বিবেচনা সাপেক্ষে নির্বাচিত করা হয়।ইন্টারন্যাশনাল শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সেতুবন্ধনের জন্য এই এসোসিয়েশনটি প্রতিষ্ঠা করেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কলেজ। এই এসোসিয়েশনের মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব প্রদানের সক্ষমতা বাড়িয়ে তুলতে পারে। তাছাড়া বিভিন্ন ইভেন্ট সম্পাদনা করে নিজেদের দক্ষতা বাড়িয়ে তোলার সুযোগ রয়েছে। প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কলেজ এই এসোসিয়েশনের সদস্যদের নিয়ে শিক্ষাসফরের আয়োজন করেন। পাশাপাশি প্রেরণামূলক সনদ ও পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্টবৃন্দ দুইজনই বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্ট এসোসিয়েশনের ২০২৩-২৪ সেশনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সোশ্যাল ওয়েলফেয়ার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।
Arif
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।