নানজিং এ বিসিওয়াইএসএ আয়োজিত বাংলাদেশ দূতাবাস, বেইজিং এর মতবিনিময় অনুষ্ঠিত
গত ২৯ শে সেপ্টেম্বর বিকাল ৫.০০ টায় বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ) এর সার্বিক সহোযোগিতায় বাংলাদেশ দূতাবাস বেইজিং এর ফার্স্ট সেক্রেটারি জনাব আসিফাসহ অন্যান্য কর্মকর্তারা নানজিং এর অন্যতম পযর্টন প্রাণকেন্দ্র ফুজিমিয়ায়ের উজি হোটেলে চীনে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের নিয়ে একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করে।
উক্ত মতবিনিময় সভায় বিসিওয়াইএসএ এর প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস-প্রেসিডেন্ট আজগর আহমেদ, সাবেক ভাইস - প্রেসিডেন্ট তৌফিক এজাজ, জয়েন্ট সেক্রেটারি আব্দুল্লাহ্ আল বারী ভূবন, আইটি সেক্রেটারি আবু বকর হায়াত অর্ণব, এসোসিয়েট সদস্য অর্ণব আলমাস ফারহান, সাধারণ সদস্য নাঈম আবদুসসহ নানজিং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সাইন্স এন্ড টেকনোলজি এর প্রায় ত্রিশের অধিক ব্যাচেলর, মাস্টার্স এবং পিএচডি স্টুডেন্ট উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় বিসিওয়াইএসএ এর যুগ্ম সম্পাদক ও পিএইচডি শিক্ষার্থী আব্দুল্লাহ্ আল বারী ভূবনের সঞ্চালনায় উপস্থিত শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যা ও দাবীসমুহ দূতাবাস কর্মকর্তাদের সামনে তুলেন ধরেন। তার মধ্যে চীনা প্রবাসীদের পাসপোর্ট রিনিউ সংক্রান্ত জঠিলতার দ্রুত নিরসন, সাংহাইয়ে বাংলাদেশ দূতাবাসের আরেকটি নতুন কনসুলেট অফিস চালু করা, বৈধ উপায়ে দুই দেশের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে অতিদ্রুত রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা করা, শিক্ষার্থী প্যাকেজসহ ঢাকা-সাংহাই রুটে সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চালু করা, দুই দেশের শিক্ষা ও গবেষণাখাতে চীনে শিক্ষার্থীদের কাজের সুযোগ সৃষ্টি করা, দূতাবাসের ই-পাসপোর্ট এর কার্যক্রম দ্রুত চালু করা।
এছাড়াও বিসিওয়াইএসএ পক্ষ থেকে দূতাবাসকে চীনে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের একটি কেন্দ্রীয় ডাটাবেইজ তৈরিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়া হয়। দূতাবাসের কর্মকর্তারা শিক্ষার্থীদের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং অতিদ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
Arif
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।