বিসিওয়াইএসএ-এর উদ্যোগে ইয়াংঝও তে বাংলাদেশি শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ দূতাবাস, বেইজিং এর বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত।
গত ২ অক্টোবর সকাল ১০:৩০টায় বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ) এর সার্বিক সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস, বেইজিং এর প্রথম সচিব জনাব আসিফা আশরাফ সহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে ইয়াংঝও শহরে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বিসিওয়াইএসএ-এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াংঝও ইউনিভার্সিটি বিসিওয়াইএসএ এর ক্যাম্পাস এম্বাসেডর মোঃ তালাত মাহমুদ তমাল।
বিসিওয়াইএসএ এর ক্যাম্পাস এম্বাসেডর তালাত মাহমুদ তমালের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির কাছে তুলে ধরেন। ইয়াংঝও বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ের প্রায় ত্রিশজন শিক্ষার্থী সভায় অংশগ্রহণ করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও চাহিদা নিয়ে আলোচনা করেন। উপস্থিত শিক্ষার্থীরা তাদের প্রবাসী জীবনের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন এবং চীনে তাদের অবস্থানকালীন বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মতবিনিময় সভায় শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া উত্থাপিত হয়।
এই সভা বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে দূতাবাসের সম্পর্ক সুসংহত করার জন্য গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলাদেশীদের চীনে অবস্থানকালে বিভিন্ন সমস্যা ও সমাধান আরো কাছ থেকে এম্বেসির কাছে তুলে ধরতে কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। উক্ত সভায় বাংলাদেশীদের পাসপোর্ট নবায়নে জটিলতা, এম্বেসির সাথে যোগাযোগের সীমাবদ্ধতা সহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করা হয়।
Arif
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।