
বিসিওয়াইএসএ ৮ম কার্যনির্বাহী বোর্ড ২০২৪-২৫ দ্বিতীয় অধিবেশন সম্পাদন

গত জানুয়ারি ১২, ২০২৫ রোজ রবিবার বেইজিং সময় রাত দশটায় বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ) ৮ম কার্যনির্বাহী বোর্ডের দ্বিতীয় অধিবেশন সম্পাদিত হয়েছে। উক্ত অধিবেশনটি সঞ্চালন করেন বিসিওয়াইএসএর সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মনিরুজ্জামান শিহাব। অধিবেশনে উপস্থিত ছিলেন বিসিওয়াইএসএর সভাপতি জনাব মোহাম্মদ জান্নাতুল আরিফ, সর্বমোট নয়টি টিমের টিম লিড সহ কার্যনির্বাহী বোর্ডের সদস্যবৃন্দ। আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল নবনির্বাচিত নয়টি টিমের বিগত দিনের কাজ সহ ২০২৫ সালের আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা।
দলগত প্রচেষ্টাই বিসিওয়াইএসএর সাফল্যের কেন্দ্রবিন্দু। নিজ নিজ টিমের পক্ষ হতে বক্তব্য রেখেছেন বেল্ট অ্যান্ড রোড ট্রেনিং একাডেমির টিম লিডার
ডঃ এস এম মিনহাজ, ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম লিডার এ ডি শুভ্র, নিউজ টিমের টিম লিডার
আমিরুল ইসলাম, গ্রাফিক এন্ড ডিজাইন টিমের টিম লিডার মিসবাহুল আমিন, অ্যাসোসিয়েট টিমের
টিম লিডার নয়ন কুমার অর্জুন, ম্যাগাজিন এবং পাবলিকেশন টিমের টিম লিডার মোহাম্মদ আবু
কাওসার, আই টি টিমের টিম লিডার আবু বকর হায়াত, মিডিয়া টিম লিডার আব্দুল্লাহ বাড়ি
ভুবন এবং টিম ডকুমেন্টেশন এন্ড প্রেজেন্টেশন টিম লিডার মোস্তাফিজুর রহমান।
সকল টিম
লিড তাদের আগামী দিনের পরিকল্পনা উপস্থাপন করেন শুধু তাই নয় উক্ত পরিকল্পনার সপক্ষে
কার্যনির্বাহী বোর্ডের উপস্থিত সকলের মতামত গ্রহণ করা হয়। দীর্ঘ ২ ঘন্টা ব্যাপী অধিবেশনের
শেষাংশে বক্তব্য রাখেন বিসিওয়াইএসএ'র সভাপতি জনাব মোঃ জান্নাতুল আরিফ।সম্মানিত
সভাপতি সকল টিমকে শুভেচ্ছা জানান তাদের আগামী দিনের পরিকল্পনার জন্য এবং উনার নিজস্ব
বক্তব্য উপস্থাপন করেন। তিনি জানুয়ারি মাসের শেষাংশে বিসিওয়াইএস এর প্রকাশিত অনলাইন
ম্যাগাজিন মহাপ্রাচীরে কার্যনির্বাহী সদস্য বৃন্দের পক্ষ হতে কে কোন বিষয়ে লিখতে আগ্রহী
সে বিষয়ে আলোচনা করেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টাই বিসিওয়াইএসএ কে সাফল্যের চূড়ায়
পৌঁছবে এই শুভেচ্ছা রইল।
Arif/Raoha
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।