৩৭ বছর পর বাংলাদেশের গৌরব! হিমেলের সাহসিকতায় ইংলিশ চ্যানেল জয়
৩৭ বছর পর আবারও ইংলিশ চ্যানেলের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশের কৃতি সাঁতারু নাজমুল হক হিমেল। তিনি ২০০৮ সালে বিকেএসপি থেকে এইচএসসি পাস করে উচ্চশিক্ষার উদ্দেশ্যে চীনে পাড়ি জমান এবং বেইজিং স্পোর্টস ইউনিভার্সিটি থেকে শারীরিক শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
২০১২ সালে অল বেইজিং ইন্টারন্যাশনাল ফরেন স্টুডেন্টস সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন হিমেল, যার মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে নিজের দক্ষতা ও প্রতিভার প্রমাণ দেন। এরপর তিনি বেইজিংয়ে দীর্ঘদিন ধরে সাঁতারের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে তাঁর নিবেদিত প্রশিক্ষণ বহু তরুণ সাঁতারুকে অনুপ্রাণিত করেছে।
সর্বশেষ ২০২৫ সালে, বাংলাদেশের আরেক সাহসী সাঁতারু সাগর-এর সঙ্গে রিলে সাঁতারে অংশ নিয়ে, ইংল্যান্ডের ডোভার থেকে ফ্রান্সের ক্যালেই পর্যন্ত মাত্র ১২ ঘণ্টা ১০ মিনিটে ইংলিশ চ্যানেল সফলভাবে অতিক্রম করেন হিমেল। এই কৃতিত্বের মাধ্যমে তিনি দেশের ক্রীড়া ইতিহাসে এক অনন্য গৌরবের অধ্যায় যুক্ত করেছেন।
Arif
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।