পিএইচডি সুপারভাইজার এবং সফলতার অর্ধসোপান
অজয় কান্তি মন্ডল: ২০১৮ তে ফুজিয়ান এগ্রিকালচার
এবং ফরেস্ট্রি ইউনিভার্সিটিতে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ হয়ে যাওয়ায়, সেপ্টেম্বরের শেষের দিকে পিএইচডি এর উদ্দেশ্যে
ফুজিয়ান আসা। অবশ্য এটা ছিল আমার চীনের দ্বিতীয় সফর। ২০১৭ তে ২ মাসের একটা
অফিসিয়াল ট্রেনিং এ সিচুয়ান প্রদেশের ছেংদু শহরে কিছু সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম।
বলতে গেলে সেখান থেকেই চীনের প্রতি একটু দুর্বল ছিলাম। তাই ট্রেনিং শেষে দেশে ফিরে
আবারো সুযোগ আসায়,
তা
আর মিস করিনি।
আমার সুপারভাইজার একজন চাইনিজ কানাডিয়ান, তাই ওনার সাথে খুব কমই সাক্ষাত হয়। বেশিরভাগ
সময়ই ইমেইল,
ওভার
ফোনে আমাদের যোগাযোগ হয়। ওনার মতো একজন স্বনামধন্য সায়েন্টিস্টের সুপারভিশনে কাজ করতে পেরে সত্যি নিজেকে
ভাগ্যবান মনে হয়। যেহেতু উনি কানাডায় থাকেন, তাই স্বাভাবিকভাবে আমাকে এখানে কাজ করতে হলে একজন কো-সুপারভাইজার
বাছাই করতে হবে। আমি চায়না আসার প্রায় ২ মাস পরে উনি কানাডা থেকে এলে ওনার সাথে
প্রথম সাক্ষাতে সে বিষয়ে আমার কথা হয়। পরেরদিন আমার কলেজের চারজন প্রফেসর একে একে
আমাকে তাদের কাজ সম্পর্কে ব্রিফিং করলেন। আমি একজনকে সিলেক্ট করলাম, যার কাজ আমার কাজের সাথে রিলেটেড। আর সব থেকে
ভালো লেগেছিল ওনার অমায়িক ব্যবহার এবং সুন্দর কথা বলার ধরন।
প্রথম বছর কিছু কোর্স ওয়ার্ক থাকায়
কো-সুপারভাইজারের সাথে খুব কমই সাক্ষাত হতো। আমার ল্যাব ছিল নতুন ক্যাম্পাসে, কিন্তু আমার ডরমেটরি এবং কোর্স ওয়ার্ক ছিল মেইন ক্যাম্পাসে। তাই সে সময়ে
ল্যাবে কমই আসা হতো এবং ওনার সাথে সাক্ষাত হতো ১০-১৫ দিনে একবার। আমাদের মেইন
ক্যাম্পাস এবং নিউ ক্যাম্পাসের দূরত্ব ১০ কি:মি: এর মত। তাই আসা যাওয়ার সুবিধার্থে আমি একটা ই-বাইক (ব্যাটারী চালিত স্কুটি, ফুজোতে খুব জনপ্রিয়) কিনেছিলাম। কো-সুপারভাইজারের সাথে যখনই দেখা করি, তখনই মনে হয় ভালো মানুষ পৃথিবীতে এখনো অনেক আছে। আমার ডিগ্রীর এই অর্ধ পর্যায়ে
এসে ওনার থেকে যে সুযোগ সুবিধা আমি পেয়েছি সেটা লিখে শেষ করতে পারবনা, তারই সামান্য কিছু স্মৃতিচারণ।
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
news.bcysa@outlook.com।