চীনে করোনা যুদ্ধে অংশ নেয়া রোল মডেলদের সম্মাননা প্রদান
মোঃ সাগর হোসাইন; গাজী তৌফিক এজাজঃ কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে চীন
কতটা তৎপর ছিল এবং কিভাবে সেই মহামারী সফলভাবে নিয়ন্ত্রন করেছে তা প্রকাশ করার জন্য
মঙ্গলবার সকালে বেইজিংয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সহ আরও উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান। উক্ত
অনুষ্ঠানে করোনা মহামারীতে অবদানকারীদের জাতীয় সম্মাননা উপাধি প্রদান করা হয়। অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট শি জিনপিং।
অনুষ্ঠান শুরুর আগে শি এবং অন্যান্য চীনা নেতারা রোল মডেলদের সাথে দেখা করেন এবং তাদের সাথে একটি গ্রুপ ছবি তোলেন। জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপরে করোনাভাইরাসে মৃত সবার উদ্দেশ্যে কিছু সময় নীরবতা পালন করা হয়।

ছবিঃ ডঃ ঝং নানশান
অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ ডঃ ঝং নানশান প্রজাতন্ত্রের সর্বোচ্চ
পদক অর্জন করেন। জাতীয় সম্মাননা উপাধি মোট তিনজন কর্মকর্তাকে প্রদান করা হয়। তারা
হলেন,
চীনা ঐতিহ্যবাহী মেডিসিন বিশেষজ্ঞ ঝাং বোলি যিনি চীনা এবং পশ্চিমা
ওষুধের সমন্বিত কোভিড-১৯ চিকিৎসা প্রকল্পের গবেষণার সভাপতিত্ব করেছিলেন; ঝুং ডিঙ্গ্যু যিনি উহানের মনোনীত করোনাভাইরাস চিকিৎসাকেন্দ্র জিনিনটান হাসপাতালের
প্রধান হিসেবে কর্মরত আছেন; চেন ওয়েই যিনি একজন সামরিক চিকিৎসা বিজ্ঞানী এবং কোভিড-১৯
সম্পর্কিত সাধারন গবেষণা এবং ভ্যাকসিন ও প্রতিরক্ষামূলক ওষুধ বিকাশে সফলতা অর্জন করেছেন।
সম্পাদনায়ঃ ইফতে খাইরুল হক ইমন
BCYSA/ মাসুম বিল্লাহ
বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হতে ক্লিক করুন এখানে
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।