চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৪৫ তম বার্ষিকী নিয়ে আলোচনায় দু'দেশের রাষ্ট্রদূত
BCYSA NEWS: গত ২৭শে সেপ্টেম্বর চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫ তম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রদূত লি জিমিং এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহাবুব উজ জামানকে সিসিটিভির বাংলাদেশ রিপোর্টার স্টেশনে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানটি বাংলাদেশের প্রভাবশালী টিভি চ্যানেল আরটিভি "চীন অন ফোকাস" নামের শিরোনামে সম্প্রচার করে।

ছবিঃ অনলাইনে আলোচনায় দুই দেশের
রাষ্ট্রদূত
রাষ্ট্রদূত লি বলেন, 'এ বছর মহামারীর কারণে চীন ও বাংলাদেশের মধ্যে মতবিনিময় পারস্পরিক
সহায়তায় নতুন ফলাফল যুক্ত করেছে। এটি পারস্পরিক সহায়তার নতুন অভিব্যক্তিকে অন্তর্ভুক্ত
করেছে।'
তিনি বলেন, করোনা চলাকালীন রাষ্ট্রপতি
শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরস্পর চিঠিপত্র বিনিময় করেছেন। এছাড়া তারা
ফোন কল আদান-প্রদান করেছেন।
লি আরো বলেন, '২০১৬ সালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফল বাংলাদেশ সফরের পর থেকে চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়ন দ্রুত গতিতে এগোচ্ছে। চীন-বাংলাদেশ পরস্পরের সহযোগিতায় চীন ইতিমধ্যে বিশাল পরিমাণে তহবিলের যোগান দিয়েছে। এছাড়াও সান ইয়াত-সেন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এবং বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রসহ বাংলাদেশে বিভিন্ন বৈষয়িক সহায়তা, প্রকল্প সহায়তা এবং প্রযুক্তিগত সহায়তা করেছে চীন।'
রাষ্ট্রদূত লি বলেন, বাংলাদেশের স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, মৌলিক পণ্যের স্থিতিশীল দাম, ভৌগলিক অবস্থান এবং সার্বিক দিক দিয়ে তুলনামূলকভাবে স্হিতিশীল অবস্থানে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ভবিষ্যতের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য উন্নত সুবিধা রয়েছে।
সাক্ষাৎকার চলাকালীন চীনে বাংলাদেশের
রাষ্ট্রদূত মাহবুব উজ জামান বলেন, 'মহামারী চলাকালীন
বাংলাদেশ ও চীন সরকার এবং সমাজের সমস্ত সেক্টর একে অপরকে দেখেছেন। তারা পরস্পরকে সহায়তা
করেছেন
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
news.bcysa@outlook.com।