স্বরচিত কবিতাঃ পাললিক অভিপ্রায়
পাললিক অভিপ্রায়
গোলাম সরোয়ার
ইচ্ছে করেই রটিয়ে দিয়েছি
প্রিয় কলঙ্কগুলো-
যা প্রাপ্তি, পূণ্য কিংবা পাপ
নিন্দুকের কর্মপ্রয়াস ফিরিয়ে দিয়েছি।
গৌণ খ্যাতি কিংবা অভিশাপ
আপেক্ষিক বিবেচনার প্রামাণ্যচিত্র;
আচানক একদিন হারিয়ে যাবে
অনাগত কৃষ্ণ-গহ্বরে।
শুদ্ধতার অনলে পুড়ে মনুষ্য
তুমি মানবিক হও
আরো মানবিক...
লেখাটি BCYSA কর্তৃক প্রকাশিত ম্যাগাজিন "মহাপ্রাচীর" এর তৃতীয় সংখ্যা থেকে সংগৃহীত
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
news.bcysa@outlook.com।