BCYSA উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
BCYSA NEWS DESK: গত ১৫ ফেব্রুয়ারি বেইজিং সময় রাত ৯ ঘটিকায় BCYSA উপদেষ্টামণ্ডলীদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি জনাব এ. এ. এম. মুজাহিদ এর পরিচালনায় উপদেষ্টা পরিষদের এই বৈঠকে "BCYSA কমিউনিটি অ্যাওয়ার্ড-২০২১" এর বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ এবং আলোচনা হয় এ বৈঠকে।
অনুষ্ঠানের শুরুতেই জনাব মুজাহিদ "BCYSA কমিউনিটি অ্যাওয়ার্ড-২০২১" এর বিভিন্ন বিষয় তুলে ধরেন। এর মধ্যে কমিউনিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের অর্থায়ন ও আবেদনের অঞ্চল পরিধি এবং সংগঠনের সার্বিক আর্থিক সচ্ছলতার বিষয় গুরুত্বের সাথে আলোচনা করা হয়। উপদেষ্টাদের জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন BCYSA এর উপদেষ্টা ডক্টর মোঃ সাহাবুল হক, ডক্টর মোঃ সফিকুল, মোঃ তাওহীদ, ডক্টর কিশোর বিশ্বাস, ডক্টর মোঃ রাশেদুজ্জামান এবং ডাঃ নাজমুস সাকিব। BCYSA কার্যনির্বাহী বোর্ড এর পক্ষ থেকে সংগঠনটির সভাপতি জনাব মুজাহিদ সহ উপস্থিত ছিলেন সহ-সভাপতি মারুফ হাসান এবং BCYSA নিউজ এর নির্বাহী সম্পাদক ইফতে খাইরুল হক ইমন।
BCYSA কমিউনিটি অ্যাওয়ার্ড-২০২১ অনুষ্ঠানের অর্থায়ন নিয়ে আলোচনায় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চীন অ্যালামনাই (অ্যাবকা) এর সন্মানিত আহ্বায়ক জনাব ডক্টর মোঃ সাহাবুল হক অ্যাবকার পক্ষ থেকে BCYSA কমিউনিটি অ্যাওয়ার্ড-২০২১ অনুষ্ঠানটির অর্থায়নের ঘোষণা দেন। সেই সাথে পরবর্তীতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে উপদেষ্টামণ্ডলী প্রয়োজনীয় অর্থের ব্যবস্হা করবেন বলে সিদ্ধান্ত হয়।
BCYSA কমিউনিটি অ্যাওয়ার্ড-২০২১ আবেদনের অঞ্চল পরিধি নিয়ে সকল উপদেষ্টা একমত প্রকাশ করেছেন যে, “চীনের মূল ভূখণ্ড এবং চীনের সার্বভৌমত্ব আছে এমন অঞ্চলে অবস্থিত যেকোনো প্রবাসী বাংলাদেশি এই অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবেন।” এছাড়াও বৈঠকে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সবার সম্মতিতে BCYSA কমিউনিটি অ্যাওয়ার্ড-২০২১ এর আবেদন এর সময়সীমা বৃদ্ধি করে ২০শে ফেব্রুয়ারী পর্যন্ত করার নীতিগত সিধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে BCYSA এর সভাপতি জনাব এ. এ. এম. মুজাহিদ উপদেষ্টামন্ডলীদের তাদের মূল্যবান উপদেশ এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও তাদের উপদেশ ও সহযোগিতা কামনা করে এবং সকলের শুভ কামনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
BCYSA/ মাসুম বিল্লাহ
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
news.bcysa@outlook.com।
বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের
সদস্য
হতে ক্লিক করুন