প্রেসিডেন্ট শি জিনপিং-র চীনে গ্রামীণ দারিদ্র্য বিমোচনে পূর্ণ সফলতার ঘোষণা
ফারহানা সূচিঃ গত বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিং গ্রামীণ দারিদ্র্য দূরীকরণের প্রচেষ্টায় ‘সম্পূর্ণ বিজয়’ অর্জনের ঘোষণা দেন। ২০১২ সালে শি জিনপিং সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে গ্রামীন দারিদ্র্য বিমোচন একটি কেন্দ্রীয় লক্ষ্য হিসেবে ছিল।
বুধবার চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম "পিপলস ডেইলি" সারাদেশে দারিদ্র্য দূরীকরণে প্রেসিডেন্ট শি এর প্রচেষ্টা পর্যবেক্ষণ করে একটি নিবন্ধ প্রকাশ করে। যেখানে শি সরকারের গ্রামীন দারিদ্র্য বিমোচনে সফলতার বিষয়টি তুলে ধরা হয়।
প্রেসিডেন্ট শি জিনপিং কমিউনিস্ট পার্টির সাধারণ
সম্পাদক নির্বাচিত হওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যে চীনের দরিদ্র অঞ্চলের বাস্তব
পরিস্থিতি যাচাই করতে সফরে যান। হেবেই প্রদেশে অবস্থিত ফুপিং কাউন্টির লওটওয়ান
গ্রাম যা বেইজিং থেকে প্রায় তিন ঘণ্টার পথের ব্যবধানে অবস্থিত, এটিকে চীনের গ্রামীণ দারিদ্র্যসীমা অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়। ২০১২
সালে এই গ্রামের বাসিন্দাদের মাথাপিছু আয়ের পরিমাণ ছিল
৯৫০ ইউয়ান (১৪ ডলার)।
গ্রামের প্রায় ৭৯ শতাংশ বা তার চেয়ে বেশি বাসিন্দা দারিদ্র্যসীমার নিচে বাস করছিলেন। ৩০ ডিসেম্বর, ২০১২ প্রেসিডেন্ট শি ওই গ্রাম পরিদর্শনে যান। গ্রামবাসীদের সাথে তাদের ভাটা ঘরে বসে তিনি গ্রামীন দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করার প্রয়োজনীয়তার বিষয়ে জোরালো আবেদন করেছিলেন।
পিকিং বিশ্ববিদ্যালয়ের চায়নিজ সেন্টার ফর এগ্রিকালচারাল পলিসির পরিচালক হুয়াং জিকুন বলেন, "ফুপিংয়ের সফরের বিষয়ে শি'র মন্তব্য জনকেন্দ্রিক দর্শনের উপর জোর দিয়েছে, এটি একটি মূল উন্নয়ন ধারণা যা চীনের দারিদ্র্যবিরোধী অভিযানের সময় সম্পূর্ণরূপে প্রদর্শিত হয়েছিল"। শি জিনপিং সর্বপ্রথম ২০১৩ সালের নভেম্বরে হুনান প্রদেশের শিবাদং গ্রাম সফরকালে দারিদ্র্য বিমোচনের কৌশল নির্ধারণ করেন। তিনি ২০১২ সালের অক্টোবরে সিপিসির ১৯ তম জাতীয় কংগ্রেসের প্রতিবেদনে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইকে চীনের গুরুত্বপূর্ণ তিনটি লড়াইয়ের একটি হিসাবে উল্লেখ করেছিলেন।
সরকারী তথ্য বিশ্লেষণে দেখা যায়, চীনের দরিদ্র জনগোষ্ঠীর গড় বাৎসরিক আয় ২০১৫ সালে ২,৯৮২ ইউয়ান থেকে বেড়ে ২০২০ সালে ১০,৭৮০ ইউয়ানে পৌঁছেছে যা প্রেসিডেন্ট শি জিনপিং সরকারের গ্রামীন দারিদ্র্য বিমোচনে সফলতার প্রমাণ দেয়।
সূত্রঃ চায়না ডেইলি
সম্পাদনায়ঃ ইফতে খাইরুল হক
ইমন
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
news.bcysa@outlook.com।