চীন সরকারের আউটস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস স্কলারশিপ পেলেন মুজাহিদ
BCYSA NEWS: সম্প্রতি চায়নিজ শিক্ষা মন্ত্রণালয় ২০২০ সালের “চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ ফর আউটস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন চায়না” নির্বাচনের ফলাফল প্রকাশ করেছে। প্রতি বছর চীনের শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক চীনে অধ্যয়নরত আন্তর্জাতিক স্টুডেন্টদের মধ্যে একাডেমিক এবং গবেষণায় সাফল্যের ভিত্তিতে এই পুরষ্কারটি প্রদান করা হয়।
চীনা সরকার কর্তৃক প্রদত্ত এই পুরষ্কারটি চীনা বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পাঠানো তালিকা থেকে চীনা শিক্ষা মন্ত্রনালয় নির্বাচন করে থাকে চূড়ান্ত বিজয়ী শিক্ষার্থীকে। ২০২০ সালে “চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ ফর অউটস্টান্ডিং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন চায়না” পুরষ্কারটি মোট ৫৭৫ জন শিক্ষার্থীকে দেয়া হয়েছে। উল্লেখ্য, চীনের প্রায় তিন হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র সেরা এক হাজার (আনুমানিক) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীগণ এই প্রোগ্রামে অংশগ্রহণ সুযোগ পেয়ে থাকে। এ বছর সাংহাই বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষার্থী এই পুরষ্কারে সম্মানিত হয়েছেন। সাংহাই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী শিক্ষার্থী এ. এ. এম. মুজাহিদ একাডেমিক এবং গবেষণায় অসামান্য অবদান রাখার জন্য এ পুরষ্কারটি পান। বর্তমানে তিনি সাংহাই বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও তথ্য সিস্টেম বিষয়ে পিএইচডি করছেন।
এ. এ. এম. মুজাহিদের জন্ম ও বেড়ে ওঠা ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার একটি স্বনামধন্য মুসলিম পরিবারে। তিনি এক পুত্রসন্তানের জনক। জনাব মুজাহিদ ২০১৩ সালে উচ্চশিক্ষার জন্য চীনে পাড়ি জমান। তিনি ২০১৬ সালে ছংছিং ইউনিভার্সিটি অব পোস্ট এন্ড টেলিকমিউনিকেশনস, চায়না থেকে এমএসই (MSE) ডিগ্রী লাভ করেন এবং ২০১৭ সালে সাংহাই বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ ইঞ্জিনিয়ারিং স্কুলে পিএইচডি গবেষণা শুরু করেন।
তিনি সাংহাই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব স্মার্ট সিটির একজন "আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়কারী" এবং “কম্পিউটার ভিশন এন্ড থ্রি-ডি ভার্চুয়াল রিয়ালিটি” গবেষণা দলের দলনেতা হিসাবে কর্মরত রয়েছেন। কম্পিউটার ভিশন এন্ড থ্রি-ডি ভার্চুয়াল রিয়ালিটি বিষয়ে অধ্যয়ন এবং গবেষণার ফলস্বরূপ, তিনি প্রথম লেখক হিসাবে তিনটি SCIE ইনডেক্স জার্নালে (Q1) এবং একটি IEEE কনফারেন্স পেপার (EI ইনডেক্স) এবং সহ-লেখক হিসাবে বেশ কয়েকটি SCIE জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন বিগত ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে। এছাড়াও, তিনি ২০১৯ সালে একটি সম্পূর্ণ একাডেমিক বই প্রকাশ করেন।
একাডেমিক বিষয় ছাড়াও তিনি বিভিন্ন সময় সাংহাই বিশ্ববিদ্যালয়ে বহু প্রকল্পে অংশ নিয়ে নেতৃত্ব এবং দলবদ্ধ ভাবে কাজ করার দক্ষতা আরো বিকাশিত করেছিলেন। তিনি ২০১৮ সালে সাংহাই বিশ্ববিদ্যালয়ের "আন্তর্জাতিক ছাত্র রাষ
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।