চির অম্লান ছেলেবেলার স্মৃতিগুলো
প্রতিটি মানুষের জীবনের গল্প বেশ দীর্ঘ হয়। জীবনে চলার পথে প্রতিনিয়ত ঘটমান ঘাত প্রতিঘাতে প্রকাশ পায় শুধুমাত্র ভোগ বিলাসতার জন্যই মানব জীবনের সৃষ্টি হইনি। ছেলেবেলার দুরন্তপনা, স্কুল জীবনের স্মৃতি এবং সেইসাথে শৈশব ও কৈশোরের কিছু স্মরণীয় মুহূর্ত নিয়ে গল্পে গল্পে আমার ছেলেবেলা।
প্রাকৃতিক ভাবেই শিশুরা জন্মের পর বেড়ে ওঠার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ে তাদের দুরন্তপনা, দুষ্টামি এবং চঞ্চলতা। প্রকৃতির সাথে তাল মেলাতে অন্য সব বাচ্চাদের মত আমিও ছোট থেকে তার ব্যতিক্রম ছিলাম না। ছিলাম অনেক দুষ্ট আর চঞ্চল প্রকৃতির। সেই চঞ্চলতা এবং দুষ্টামি হার মানাত অনেক কিছুকেই। স্কুল বা পড়ালেখা বাদ দিয়ে অধিকতর পছন্দের জিনিস ছিল বাড়ীর কাজে বাবাকে সাহায্য করা। শুধুমাত্র স্কুল ফাঁকি দেওয়ার উদ্দেশ্যেই বাবাকে বেশি বেশি কাজে সাহায্য করতাম। কেননা, বাড়ীর কাজে বাবাকে সাহায্য করে বাবার মন জয় করতে পারলেই স্কুল বন্ধ দেওয়ার ফলস্বরূপ বাবার হাতের পিটুনি থেকে রেহাই পেতাম।
ছোট কা
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।